মাস তিনেক হাসপাতালে থাকার পর মৃত্যু হয়েছিল তাঁর। গত বছর ডিসেম্বরে সেই মৃত্যুর পর থেকেই এক বছর ধরে শূন্য তাঁর বিধানসভা কেন্দ্র। আগামী কাল সেখানে উপনির্বাচন। টানটান উত্তেজনার সেই উপনির্বাচনের আগের দিনই প্রকাশ্যে এল একটি ভিডিও। তাতে দেখা গেল, হাসপাতালের বেডে আধশোয়া হয়ে হেল্থ ড্রিঙ্ক খাচ্ছেন জয়ললিতা।
যত দিন জয়া হাসপাতালে ছিলেন, তত দিন কাউকে দেখা করতে দেওয়া হয়নি তাঁর সঙ্গে। কোনও ভিডিও বাইরে আসেনি। কিন্তু মৃত্যুর এক বছর পরে তথা জয়ললিতার কেন্দ্র আরকে নগরে উপনির্বাচনের ঠিক আগের দিন একটি ভিডিও প্রকাশ্যে এল। স্বাভাবিক কারণেই জোর তরজা শুরু হয়ে গিয়েছে তামিলনাড়ুর রাজনৈতিক শিবিরে।
যে ভিডিওটি প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে, তামিলনাড়ুর তৎকালীন মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতা হাসপাতালের বেডে আধশোয়া। তাঁর হাতে একটি হেল্থ ড্রিঙ্ক বা জুসের গ্লাস। গ্লাসের মুখে ঢাকনা লাগানো। সেই স্ট্র-এর মাধ্যমে হেল্থ ড্রিঙ্কে চুমুক দিচ্ছেন জয়া।