মাত্র ছ’মাস আগে ভারতীয় সেনার উর্দি পরেছিলেন। তার প্রতি দায়বদ্ধতা জানান দিয়ে গেলেন ২৩ বছর বয়সি লেফ্টেন্যান্ট শশাঙ্ক তিওয়ারি। সহকর্মীকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেলেন সিকিমের নদীতে। তাঁর দেহ উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার।
গত ডিসেম্বরে সিকিম স্কাউটে যোগ দিয়েছিলেন শশাঙ্ক। বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর একটি দল সিকিমের দুর্গম পাহাড়ি অঞ্চলে টহল দিচ্ছিল। শশাঙ্ক তার নেতৃত্বে ছিলেন। সকাল ১১টা নাগাদ একটি কাঠের সেতু পেরোনোর সময়ে আচমকা সেই দলের এক সদস্যের পা পিছলে যায়। তিনি নদীতে পড়ে যান।
আরও পড়ুন:
সেতু পার করতে গিয়ে নদীতে পড়ে গিয়েছিলেন অগ্নিবীর স্টিফেন সুব্বা। তাঁকে বাঁচাতে তৎক্ষণাৎ নদীতে ঝাঁপ দেন শশাঙ্ক। নিজের প্রাণের তোয়াক্কা করেননি। নায়েক পুকার নামের আরও এক জওয়ান তাঁকে সাহায্য করতে জলে নেমেছিলেন। তাঁরা দু’জনে মিলে স্টিফেনকে কোনও রকমে নদী থেকে তোলেন। কিন্তু নিজে আর উঠতে পারেননি শশাঙ্ক। জলের স্রোত এতটাই বেশি ছিল যে, তিনি ভারসাম্য রাখতে পারেননি। জলের তোড়ে ভেসে গিয়েছেন।
ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, প্রায় আধঘণ্টা পরে ঘটনাস্থল থেকে ৮০০ মিটার দূরে শশাঙ্কের দেহ দেখা যায়। তাঁর বাড়িতে বাবা, মা এবং বোন রয়েছেন। এত কম বয়সেও শশাঙ্কের সাহস, দায়বদ্ধতাকে কুর্নিশ জানিয়েছে সেনাবাহিনী। সেনার বিবৃতিতে বলা হয়েছে, তাঁর অবদান আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করবে। শুক্রবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শশাঙ্ককে শেষ শ্রদ্ধা জানিয়েছে বাহিনী।