Advertisement
E-Paper

ইভিএম কারচুপির ‘প্রমাণ’ আজ লন্ডনে

সব মিলিয়ে লোকসভা ভোটের আগে অন্য ভূমিকায় ইভিএম।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০১৯ ০৩:৫৫
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ব্রিগেডে শনিবারের সভায় ইভিএম নিয়ে একসুরেই কথা বলেছেন বিরোধীরা। রবিবার এটা নিয়েও খোঁচা দিতে ছাড়লেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই চাপানউতোরের মধ্যেই ইউরোপে ভারতীয় সাংবাদিকদের সংগঠন, ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে, তাদের উদ্যোগে সোমবার লন্ডনে ইভিএম হ্যাকিং-কৌশল ফাঁস করে দেবেন একজন মার্কিন সাইবার বিশেষজ্ঞ। সব মিলিয়ে লোকসভা ভোটের আগে অন্য ভূমিকায় ইভিএম।

শনিবারই ব্রিগেডের সমাবেশের পরে অখিলেশ যাদব, অরবিন্দ কেজরীবালদের নিয়ে চার জনের একটি ড্রাফট কমিটি তৈরি হয়েছে। যারা নির্বাচন কমিশন এবং রাষ্ট্রপতির কাছে গিয়ে ব্যালটে ফেরার দাবি তুলবেন বলে ঠিক হয়েছে। এ নিয়ে কটাক্ষ করে মোদী আজ বলেন, ‘‘বিরোধীরা এখন থেকেই হারের জন্য অজুহাত তৈরি করছে। ইভিএম-কে খলনায়ক বানাচ্ছে।’’ এই সঙ্গেই তাঁর বক্তব্য, এ সব করতে গিয়ে বিরোধীরা যে ভাবে নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক সংস্থার বদনাম করছে, তা বিপজ্জনক। বিরোধীরা পাল্টা বলেছেন, মোদী এবং অমিত শাহের নেতৃত্বেই গত পাঁচ বছরে দেশের প্রতিটি সাংবিধানিক সংস্থাকে ধ্বংস করার চেষ্টা হয়েছে।

সোমবার ইভিএম হ্যাকিং নিয়ে লন্ডনের প্রদর্শনী সম্পর্কে আইজেএ-র পক্ষ থেকে জানানো হয়েছে, ইভিএম হ্যাক কী ভাবে করা যায়, তা হাতেকলমে দেখাবেন একজন মার্কিন সাইবার বিশেষজ্ঞ। তাঁর নাম প্রকাশ না করলেও সংগঠনের দাবি, ওই ব্যক্তি ইভিএমের মূল নকশার পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন। এর আগে দিল্লি বিধানসভার ভিতরেই অনুষ্ঠান করে ইভিএম হ্যাক কী ভাবে করা সম্ভব, তা হাতেকলমে দেখিয়েছিল আপ।

দিল্লি বিধানসভায় আপ-এর দাবি উড়িয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। লন্ডনে সোমবারের অনুষ্ঠানের কথা জানেই না তারা। তবে কমিশন বুঝিয়ে দিয়েছে, যত প্রমাণই আসুক, ইভিএম নিয়ে নিজেদের অবস্থানেই অনড় থাকবে তারা। নির্বাচন কমিশনার অশোক লাভাসার বক্তব্য, ‘‘আমরা লন্ডনে এই প্রদর্শনীর কথা জানি না। তবে ভারতে যে ইভিএম নির্বাচন কমিশন ব্যবহার করে, তাতে কারচুপি করা সম্ভব নয়।’’

EVM London Cyber Expert
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy