দু’টি এসইউভিতে ঠাসা ৫০০ টাকার নোটের বান্ডিল। ছত্তীসগঢ় থেকে গুজরাতে নিয়ে যাওয়ার পথে ধরে ফেলল পুলিশ। গাড়ি দু’টি মহারাষ্ট্রের বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, তাদের কাছে আগে থেকেই খবর ছিল রায়পুর হয়ে সুরাতের উদ্দেশ নিয়ে যাওয়া হচ্ছে গাড়িভর্তি টাকা। সেই খবর পেয়েই ছত্তীসগঢ় পুলিশের একটি দল শনিবার কুমহারী টোল প্লাজ়ার কাছে নাকাতল্লাশি চালাচ্ছিল। সেই সময় মহারাষ্ট্রের নম্বরপ্লেট লাগানো একটি এসইউভিকে আটকান পুলিশকর্মীরা। তল্লাশি চালানোর সময় গাড়ির আসনের নীচ থেকে ৫০০ টাকার নোটের প্রচুর বান্ডিল উদ্ধার হয়।
প্রথম গাড়িটি পুলিশ আটকেছে এটা দেখামাত্রই দ্বিতীয় গাড়িটি পালানোর চেষ্টা করে। কিন্তু পুলিশকর্মীরা ধাওয়া করে সেই গাড়িটিকেও ধরে। তল্লাশির সময় ওই গাড়ি থেকেও বিপুল টাকা উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, প্রথম গাড়িটি থেকে তিন কোটি ৬০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। আর দ্বিতীয় গাড়ি থেকে তিন কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। দু’টি গাড়ি, টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই ঘটনায় চার জনকেও গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, টাকাগুলি রায়পুর থেকে সুরাতে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু কী উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল তা জানার চেষ্টা চলছে। আয়কর দফতরের কাছে বাজেয়াপ্ত টাকা তুলে দেওয়া হয়েছে।