Advertisement
E-Paper

রাজনাথের দরবারে যায়নি হুরিয়ত

কাশ্মীরে যাওয়ার আগে রাজনাথ বলেছিলেন, তিনি ‘খোলা মন’ নিয়ে যাচ্ছেন। কাশ্মীরে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহও। তাঁর মাধ্যমেও সরকার বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে বলে ইঙ্গিত ছিল মন্ত্রক সূত্রে।

সাবির ইবন ইউসুফ

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৭ ০৩:২১
অভিবাদন: অনন্তনাগের পুলিশ লাইনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ।  রবিবার। ছবি: পিটিআই।

অভিবাদন: অনন্তনাগের পুলিশ লাইনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। রবিবার। ছবি: পিটিআই।

সরকার ও বিরোধী মিলে কাশ্মীরে শান্তি প্রক্রিয়া শুরুর চেষ্টা করছে, এমনই ইঙ্গিত মিলেছিল। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সফরের দ্বিতীয় দিনেও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী শিবিরের সঙ্গে আলোচনা শুরুর কোনও লক্ষণ দেখা গেল না। উল্টে তাঁর সফরের প্রতিবাদে আজ হরতাল ডেকেছিল হুরিয়ত।

কাশ্মীরে যাওয়ার আগে রাজনাথ বলেছিলেন, তিনি ‘খোলা মন’ নিয়ে যাচ্ছেন। কাশ্মীরে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহও। তাঁর মাধ্যমেও সরকার বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে বলে ইঙ্গিত ছিল মন্ত্রক সূত্রে। কিন্তু রাজনাথের সফরের দ্বিতীয় দিন পর্যন্ত তাঁর সঙ্গে দেখা করলেন কেবল রাজ্যের বিজেপি ও কংগ্রেস নেতারা। সংবিধানের ৩৫ক ধারা বিলোপের দাবির পাশাপাশি জম্মু থেকে রোহিঙ্গা শরণার্থীদের সরানোর দাবি জানিয়েছে বিজেপি। কংগ্রেসের তরফে জানানো হয়েছে, আলোচনার পথে না হাঁটলে কাশ্মীরে সমাধান মিলবে না। রাজনাথের সঙ্গে বৈঠক করেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাও।

আজ জম্মু-কাশ্মীর পুলিশের কর্মীদের সঙ্গে দেখা করেন রাজনাথ। তিনি জানান, জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে রাজ্য পুলিশের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। এই প্রসঙ্গে সম্প্রতি নিহত অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর আব্দুল রশিদের মেয়ের কথা তুলে রাজনাথ বলেন, ‘‘জোহরার কান্না ভুলতে পারছি না।’’ কাল, স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের প্রথম দিনে বাহিনী ও জঙ্গিদের সংঘর্ষে নিহত হয়েছিলেন পুলিশকর্মী ইমতিয়াজ। খতম হয়েছিল এক জঙ্গিও। আজ শোপিয়ানের বারবুঘ গ্রামে জঙ্গি দমন অভিযান চালায় বাহিনী। পুলিশের দাবি, তাতে দুই লস্কর জঙ্গি খতম হয়েছে।

Rajnath Singh Hurriyat কাশ্মীর হুরিয়ত
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy