সাইকেলে ঘুরেই চলেছেন বছর চল্লিশের লোকটি। ৬০-৬৫টি গ্রাম চষে ফেলেছেন মাসখানেকের মধ্যে। সঙ্গে স্ত্রীর একটি ছবি। জনে জনে দেখাচ্ছেন। যদি কেউ দেখে থাকেন, বলে দিতে পারেন তাঁর হদিস!
পূর্ব সিংভূমের বালিয়াগোড়া গ্রামের দিনমজুর মনোহর নায়েক। স্ত্রী বছর পঁয়ত্রিশের অনিতা মানসিক ভাবে পুরো সুস্থ নন। ডাক্তার বলেছিলেন, মনের অসুখেরও চিকিৎসা হয়। তবে খরচ অনেক। চিন্তার পাহাড় মাথায় নিয়ে মনোহর কিছু বাড়তি রোজগারের আশায় ওডিশা গিয়েছিলেন ঠিকাদারের কাছে কাজ করতে। ক’দিন পরে খবর পান, খোঁজ মিলছে না অনিতার!
গ্রামে ফিরে জানতে পারেন, স্ত্রী তাঁর বাপের বাড়ি ডুমারিয়া থানার কুমড়াশোল থেকে নিখোঁজ হয়ে গিয়েছেন গত ১১ জানুয়ারি। সেই থেকে পাগলের মতো খুঁজে চলেছেন বৌকে। বালিয়াগোড়া গ্রামের সব চেয়ে কাছের দুই থানা ডুমারিয়া ও মুসাবানিতে নিখোঁজ ডায়েরি করেছেন। কিন্তু ডায়েরি করেই হাত গুটিয়ে বসে থাকতে পারেননি। বৌকে ফিরে পেতে কাজকর্ম শিকেয় তুলে বেরিয়ে পড়েছেন সাইকেল নিয়ে।