Advertisement
০২ জুন ২০২৪
hyderabad

Hyderabad: ধৃতের স্ত্রীকে ‘ধর্ষণ’! অভিযোগ দায়ের হতেই পলাতক হায়দরাবাদের পুলিশ ইনস্পেক্টর

ধর্ষণের অভিযোগ উঠল হায়দরাবাদের এক পুলিশ ইনস্পেক্টরের বিরুদ্ধে। পলাতক ওই ইনস্পেক্টর। চলছে তল্লাশি অভিযান। তাঁকে সাসপেন্ড করা হয়েছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
হায়দরাবাদ শেষ আপডেট: ১০ জুলাই ২০২২ ১০:২৭
Share: Save:

যে ব্যক্তিকে গ্রেফতার করেছিলেন, তাঁর স্ত্রীকেই ধর্ষণের অভিযোগ উঠল হায়দরাবাদের এক পুলিশ ইনস্পেক্টরের বিরুদ্ধে। ধর্ষণের অভিযোগ দায়েরের পরই পলাতক ওই ইনস্পেক্টর। তাঁকে সাসপেন্ড করা হয়েছে।

অভিযোগপত্রে নির্যাতিতা জানিয়েছেন, ২০১৮ সালে তাঁর স্বামীর বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছিল। সেই ঘটনার তদন্ত করছিলেন মারেদপল্লি থানার সার্কেল ইনস্পেক্টর নাগেশ্বর রাও। এর পর ২০২১ সালে নিজের ফার্মহাউসের কাজে তাঁর স্বামীকে নিয়োগ করেছিলেন ওই ইনস্পেক্টর।

মহিলার অভিযোগ, গত ৭ জুলাই বাড়িতে ঢুকে তাঁকে ধর্ষণ করেন ওই পুলিশ আধিকারিক। সে সময় তাঁর স্বামী বাড়িতে ছিলেন না। এর পর যখন স্বামী ফেরেন, পিস্তল উঁচিয়ে তাঁদের শহর ছেড়ে চলে যাওয়ার হুমকি দেন ইনস্পেক্টর। অভিযোগ, ওই দম্পতিকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যান ওই পুলিশ আধিকারিক। তাঁদের গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে। কোনওরকমে পালিয়ে পুলিশের কাছে অভিযোগ জানায় ওই দম্পতি।

অতীতেও তাঁকে হেনস্থা করেছেন ওই পুলিশ আধিকারিক, এমন অভিযোগই জানিয়েছেন ওই নির্যাতিতা। সে সময় তাঁদের মধ্যে মিটমাট হয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

hyderabad Crime police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE