Advertisement
E-Paper

অল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা হায়দরাবাদে, ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে মহিলার মৃত্যুর পর পদক্ষেপ

বুধবার ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে। তার পর হায়দরাবাদ পুলিশ অল্লু অর্জুন এবং তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা টিম এবং প্রেক্ষাগৃহের বিরুদ্ধে মামলা করেছে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ ২২:৪০
দক্ষিণী অভিনেতা অল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা হয়েছে হায়দরাবাদে।

দক্ষিণী অভিনেতা অল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা হয়েছে হায়দরাবাদে। —ফাইল চিত্র।

দক্ষিণী অভিনেতা অল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা করল হায়দরাবাদ পুলিশ। তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা দলটির বিরুদ্ধেও মামলা করা হয়েছে। হায়দরাবাদে যে প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারের জন্য তিনি গিয়েছিলেন, সেই প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপ করেছে পুলিশ। অভিযোগ, অভিনেতার টিম অথবা ওই প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের তরফে পুলিশকে পর্যাপ্ত তথ্য দেওয়া হয়নি। ফলে প্রেক্ষাগৃহে ভিড় নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পুলিশ আগে থেকে মোতায়েন করা যায়নি। হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে বুধবার রাতে ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে। তার পরেই অভিনেতার বিরুদ্ধে পদক্ষেপ করল পুলিশ।

হায়দরাবাদ পুলিশের ডিসিপি মধ্য অক্ষাংশ যাদব জানিয়েছেন, সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষ, অল্লু অর্জুন এবং তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা টিমের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫, ১১৮(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। মৃত মহিলার পরিবারের অভিযোগের ভিত্তিতেই চিক্কাদপল্লী থানায় এই মামলা রুজু করেছে পুলিশ। তদন্ত চলছে। গোটা ঘটনার নেপথ্যে দায়ী যাঁরা, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন ডিসিপি।

বিবৃতিতে পুলিশ দাবি করেছে, অল্লু কখন কোথায় ছবির প্রিমিয়ারের জন্য যাবেন, পুলিশকে সে বিষয়ে পর্যাপ্ত তথ্য দেয়নি তাঁর টিম। প্রেক্ষাগৃহের তরফেও পুলিশকে কিছু জানানো হয়নি। আচমকা সন্ধ্যা থিয়েটারে বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ পৌঁছন অল্লু। ওই প্রেক্ষাগৃহের সামনে ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ার উপলক্ষে এমনিতেই ভিড় ছিল। অভিনেতা স্বয়ং উপস্থিত হওয়ায় হুড়োহুড়ি পড়ে যায় দর্শকদের মধ্যে। অল্লুকে এক ঝলক দেখার জন্য ধাক্কাধাক্কি শুরু হয়। পরিস্থিতি ক্রমে হাতের বাইরে চলে গিয়েছিল। পুলিশ লাঠিচার্জ করেও তা সামাল দিতে পারেনি। ওই হুড়োহুড়িতে অসুস্থ হয়ে পড়েন ৩৫ বছরের এম রেবতী এবং তাঁর ন’বছরের পুত্র। দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। শিশুটির অবস্থা এখনও আশঙ্কাজনক। অভিনেতা এই ঘটনার দায় এড়াতে পারেন না, জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানিয়েছে, অল্লুর মতো প্রথম সারির অভিনেতার নিরাপত্তা কিংবা ভিড় নিয়ন্ত্রণের জন্য বাড়তি কোনও বন্দোবস্তই করেননি প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ। অভিনেতা এবং তাঁর টিমের প্রবেশ কিংবা বাহিরের জন্য আলাদা কোনও দরজার ব্যবস্থাও ছিল না। অভিনেতার সঙ্গেই দর্শকেরাও হলে ঢোকার চেষ্টা করেন। তাঁর নিরাপত্তারক্ষীরা জনতাকে ধাক্কা মারেন। ফলে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্মীরা চেষ্টা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেননি।

উল্লেখ্য, অল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবি বক্স অফিসে ব্যাপক সফল হয়েছিল। কয়েকশো কোটি টাকার ব্যবসা করেছিল ছবিটি। সেই থেকেই ছবির সিক্যুয়েলের জন্য অপেক্ষায় ছিলেন ভক্তেরা। বৃহস্পতিবার সেই বহু প্রতীক্ষিত ছবি মুক্তি পেয়েছে।

Pushpa 2: The Rule Allu Arjun hyderabad Hyderabad Police Stampede
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy