Advertisement
২৪ সেপ্টেম্বর ২০২৩
National News

কর ছাড়লে ৩৫/৪০ টাকায় পেট্রল, ডিজেল দিতে পারি, বলছেন রামদেব

দিল্লিতে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের অনুষ্ঠানে রবিবার এ কথা বলেছেন রামদেব।

রামদেব। ছবি সংগৃহীত।

রামদেব। ছবি সংগৃহীত।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৩০
Share: Save:

পেট্রল, ডিজেলের দর বেঁধে রাখতে গিয়ে যখন হিমশিম খাচ্ছে মোদী সরকার, তখন বাবা রামদেব বললেন, তাঁকে কর-ছাড় দেওয়া হলে তিনিই দেশের মানুষকে লিটার-পিছু ৩৫/৪০ টাকা দামে পেট্রল, ডিজেল দিতে পারেন। পেট্রল, ডিজেলকে জিএসটিতে নিয়ে আসারও দাবি জানিয়েছেন তিনি। বলেছেন, এখনও এ ব্যাপারে ব্যবস্থা না নিলে বিপদে পড়তে পারে মোদী সরকার।

দিল্লিতে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের অনুষ্ঠানে রবিবার এ কথা বলেছেন রামদেব।

গোরক্ষার নামে যে হিংসা চলছে দেশজুড়ে, রামদেবের কথায়, ‘‘সেটা আমার একেবারেই পছন্দ নয়।’’ তিনি বলেছেন, ‘‘গরু কোনও ধর্মীয় প্রাণী নয়। গরুর কোনও ধর্ম নেই।’’

তবে মোদী সরকারের পক্ষেও দু’-চার কথা বলেছেন রামদেব। তাঁর কথায়, ‘‘অনেকে নরেন্দ্র মোদীর সমালোচনা করছেন। সেটা তাঁদের মৌলিক অধিকার। কিন্তু আমি মনে করি, উনি অনেক ভাল কাজ করেছেন। ‘স্বচ্ছ ভারত অভিযান’ তার সেরা উদাহরণ। কোনও বড় আর্থিক কেলেঙ্কারির ঘটনাও ঘটেনি ওঁর জমানায়। তবে হ্যাঁ, রাফাল যুদ্ধবিমান কেনা নিয়ে রাজনৈতিক স্তরে বিরূপ মন্তব্য শোনা যাচ্ছে।’’

আরও পড়ুন- তেলে ১ টাকা ছাড় রাজ্যের, বিরোধীরা বলল ‘মুখরক্ষা’র চেষ্টা মমতার​

আরও পড়ুন- গডকড়ীর ফর্মুলা, ৫৫ টাকায় পেট্রল, ৫০ টাকায় ডিজেল, যদি...​

নিজেকে ‘বৈজ্ঞানিক সন্ন্যাসী’ আখ্যা দিয়ে রামদেব বলেছেন, ‘‘আমি পতঞ্জলির ৩০০ জন বিজ্ঞানীর চেয়েও বড় বিজ্ঞানী।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE