Advertisement
E-Paper

‘প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার অধিকার তো আমার আছেই’

দিন কয়েক আগে পাক অভিনেতা ফাওয়াদ খান থাকার কারণে কর্ণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ চার রাজ্যে নিষিদ্ধ হয়েছে। আর তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছে গোটা বলিউড৷

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৬ ১৭:৪৫

দিন কয়েক আগে পাক অভিনেতা ফাওয়াদ খান থাকার কারণে কর্ণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ চার রাজ্যে নিষিদ্ধ হয়েছে। আর তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছে গোটা বলিউড৷ এ প্রসঙ্গে পরিচালক অনুরাগ কাশ্যপ সরাসরি প্রধানমন্ত্রীকে বিঁধে টুইট করেন, গত বছর ২৫ ডিসেম্বর মোদী যখন নওয়াজ শরিফের সঙ্গে দেখা করতে পাকিস্তানে যান, তখন ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর শুটিং চলছিল। তা হলে নিজের পাক সফরের জন্য কেন ক্ষমা চাইছেন না মোদী? এই টুইটের পরই সোশ্যাল মিডিয়ায় বিপুল সমালোচনার মুখে পড়েন অনুরাগ।
এই পরিস্থিতিতে আজ সোমবার অনুরাগ বললেন, ‘‘এটা বোধহয় পরিষ্কার করে দেওয়া দরকার যে, আমি আশা করি সরকার আমাদের রক্ষা করবে। সে কারণেই প্রশ্ন করেছিলাম। আর সাধারণ মানুষ হিসেবে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার অধিকার তো আমার আছেই। সোশ্যাল মিডিয়ায় চিত্কার করে যাঁরা আমার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁদের বলব নিজের দেশপ্রেম প্রমাণ করুন আগে। এখানে চিত্কার করে তো কোনও লাভ নেই।’’
গত ৮ সেপ্টেম্বর উরি হামলার পর পাক শিল্পীদের ভারত ছাড়ার ফতোয়া জারি করে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। এর পর গত শুক্রবার সিনেমা ওনার্স অ্যান্ড এগজিবিটার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার ফতোয়া জারি করে, পাক শিল্পীদের কাজ করা সিনেমা হলে মুক্তি পাবে না। এর কোপে পড়ে কর্ণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিটি।

Anurag Kashyap Narendra Modi Ae Dil Hai Mushkil Fawad Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy