Advertisement
E-Paper

তিন ক্রু-সহ অরুণাচলে নিখোঁজ সেনা কপ্টার

আবহাওয়া খারাপ ছিল। নাহারলাগুন আসার কথা ছিল কপ্টারটির। আকাশে ওড়ার কিছু ক্ষণ পর থেকেই তার সঙ্গে এটিসির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৭ ২২:৪১
সেনা কপ্টার ধ্রুব।— ফাইল চিত্র।

সেনা কপ্টার ধ্রুব।— ফাইল চিত্র।

অরুণাচল প্রদেশে নিখোঁজ হয়ে গেল সেনা হেলিকপ্টার। ত্রাণের কাজে ব্যবহৃত ভারতীয় বিমানবাহিনীর এই কপ্টারটি ইটানগরের কাছে নিখোঁজ হয়ে যায় মঙ্গলবার। এ দিন রাত পর্যন্ত কপ্টারটির কোনও খোঁজ মেলেনি।

রাজ্য অসামরিক বিমান পরিবহণ দফতর সূত্রে খবর, সেপার আশপাশে ধস নেমে সড়কপথ বন্ধ থাকায় স্থানীয় মানুষ ও পর্যটকরা সাগালির কাছে আটকে পড়েছিলেন। তেজপুর থেকে আসা বিমানবাহিনীর অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার ‘ধ্রুব’-কে উদ্ধারকাজে লাগানো হয়েছিল। এ দিন বিকেল ৩টে ৪৮ মিনিটে দু’জন চালক ও একজন ক্রু-সহ কপ্টারটি পাপুম পারে জেলার সাগালি থেকে ওড়ে। আবহাওয়া খারাপ ছিল। নাহারলাগুন আসার কথা ছিল কপ্টারটির। আকাশে ওড়ার কিছু ক্ষণ পর থেকেই তার সঙ্গে এটিসির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

আরও পড়ুন: বৃষ্টির জেরে জরুরি অবতরণ কেন্দ্রীয় মন্ত্রীর বিমান

পুলিশ ও সেনাবাহিনী যৌথ ভাবে উদ্ধার কাজ চালাচ্ছে। উদ্ধারে সাহায্য করতে এগিয়ে আসেন গ্রামবাসীরাও। এ দিনই ইটানগরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজুর কপ্টার খারাপ আবহাওয়ার জন্য জরুরি অবতরণ করে।

IAF Chopper IAF Arunachal Pradesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy