Advertisement
১০ মে ২০২৪
ICSE

Artificial Intelligence: ‘কৃত্রিম মেধা’র পাঠ সিআইএসসিই বোর্ডে

বোর্ড-সচিব জানান, পড়ুয়াদের হাতে-কলমে বিজ্ঞান ও প্রযুক্তি শেখানোর উদ্দেশ্যেই এই পাঠ্যক্রম রাখা হবে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
নয়া দিল্লি শেষ আপডেট: ২০ জুন ২০২২ ০৭:১৪
Share: Save:

‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’, ‘রোবোটিক্স’, ‘মেশিন লার্নিং’, ‘ডেটা সায়েন্স’-এর মতো বেশ কিছু বিষয় আইসিএসই এবং আইএসসি-র পাঠ্যক্রমে আসতে চলেছে। একটি বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছেন সিআইএসসিই বোর্ডের সচিব জেরি অ্যারাথুন। তিনি জানান, এই বিষয়ে আইআইটি দিল্লি, ‘আই হাব ফাউন্ডেশন অব রোবোটিক্স’ এবং ‘দ্য টেকনোলজি ইনোভেশন হাব’-এর সঙ্গে একটি ‘মউ’ বা সমঝোতাপত্রও সই করেছে সিআইএসসিই বোর্ড।

বোর্ড-সচিব জানান, পড়ুয়াদের হাতে-কলমে বিজ্ঞান ও প্রযুক্তি শেখানোর উদ্দেশ্যেই এই পাঠ্যক্রম রাখা হবে। নয়া শিক্ষানীতিতেও এই ধরনের পাঠ্যক্রম শুরুর কথা বলা হয়েছে। আইআইটি দিল্লির আধিকারিকদের মতে, এই পাঠ্যক্রম এমন ভাবে তৈরি করা হবে, যাতে ভবিষ্যতে যাঁরা উচ্চশিক্ষায় বিজ্ঞান নিয়ে পড়াশোনা করবেন, তাঁদের তা সাহায্য করে। শুধু বিজ্ঞানের থিয়োরি নয়, সঙ্গে সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম মেধা, রোবোটিক্স, মেশিন লার্নিংয়ের মতো প্র্যাক্টিক্যাল-নির্ভর পাঠ্যক্রম স্কুল স্তরে থেকেই শুরু করা দরকার বলে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। তবে কোন ক্লাসে কী পড়ানো হবে, সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলেই জানিয়েছে সিআইএসসিই বোর্ড। ওই বোর্ডের অধীন রাজ্যের বিভিন্ন স্কুল এই পাঠ্যক্রমকে স্বাগত জানিয়েছে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

অন্য বিষয়গুলি:

ICSE ISC Artificial Intelligence
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE