Advertisement
২৪ এপ্রিল ২০২৪

দ্রুত ফলের আশায় দিল্লি বোর্ডের অস্ত্র এ বার ট্যাব

আইসিএসই বোর্ডের দশম এবং দ্বাদশ (আইএসসি) শ্রেণির পরীক্ষার ফল তাড়াতাড়ি প্রকাশ করার জন্য বিশেষ প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। এই প্রযুক্তির অন্যতম প্রধান অবলম্বন একটি বিশেষ পেন এবং ট্যাব। এই দুইয়ের সাহায্যে মুহূর্তের মধ্যেই কলকাতা থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার দূরের দিল্লিতে পৌঁছে যাবে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর। তাই এ বার ওই বিশেষ পেন ও ট্যাব দেওয়া হবে পরীক্ষকদের।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ জুন ২০১৫ ০৩:২৬
Share: Save:

আইসিএসই বোর্ডের দশম এবং দ্বাদশ (আইএসসি) শ্রেণির পরীক্ষার ফল তাড়াতাড়ি প্রকাশ করার জন্য বিশেষ প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। এই প্রযুক্তির অন্যতম প্রধান অবলম্বন একটি বিশেষ পেন এবং ট্যাব। এই দুইয়ের সাহায্যে মুহূর্তের মধ্যেই কলকাতা থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার দূরের দিল্লিতে পৌঁছে যাবে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর। তাই এ বার ওই বিশেষ পেন ও ট্যাব দেওয়া হবে পরীক্ষকদের।

কোন পরীক্ষার্থী কত নম্বর পেলেন, পরীক্ষকদের কাছ থেকে তার তালিকা পেতে অনেক সময়েই দেরি হয়। এটা ফলপ্রকাশে দেরির অন্যতম কারণ হয়ে ওঠে। এ রাজ্যে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন স্তরের পরীক্ষায় বারে বারেই তার প্রমাণ মিলেছে। দিল্লি বোর্ডেও সেই সমস্যা আছে। সেই জন্যই নতুন প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে তারা। দেরি ও দূরত্ব দূর করতে ২০১৬ সালেই আইসিএসই এবং আইএসসি-র পরীক্ষকদের হাতে ট্যাব ও বিশেষ পেন পৌঁছে দেওয়া হবে। বৃহস্পতিবার কলকাতার প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে এ কথা জানান কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগ্‌জামিনেশন (সিআইএসসিই)-এর সিইও জেরি অ্যারাথুন। নতুন ব্যবস্থায় কয়েক সপ্তাহের মধ্যেই পরীক্ষার ফল প্রকাশ করা যাবে বলে তাঁর দাবি।

প্রযুক্তি ব্যবহার করে দিল্লিতে দ্রুত নম্বর পাঠিয়ে দেওয়ার গোটা প্রক্রিয়াটা ঠিক কী রকম হবে?

ব্যাখ্যা দিয়ে অ্যারাথুন জানান, এখন প্রতিটি উত্তরপত্রের উপরে ‘টপ সিট’ থাকে। সেখানে প্রশ্নের পূর্ণ মানের পাশেই থাকে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর। সেই সব নম্বর যোগ করে মোট প্রাপ্ত নম্বরও উল্লেখ করতে হয় টপ সিটে। নতুন প্রযুক্তিতে এ বার থেকে পরীক্ষক ওই নম্বরের তালিকাটি ট্যাবে লিখবেন একটি বিশেষ পেন দিয়ে। সঙ্গে সঙ্গেই তা পৌঁছে যাবে দিল্লির কাউন্সিল অফিসে। টপ সিটে পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বরের সঙ্গে ট্যাবের নম্বরের ফারাক হলে তৎক্ষণাৎ সেটাও ধরা পড়বে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ICSE Delhi Tablet result
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE