অতিমারি পরিস্থিতি দেখা দিয়েছে বলে পরীক্ষা স্থগিত রাখা যাবে না। এ বার সুপ্রিম কোর্টে জানিয়ে দিল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)। সব ব্যবস্থা হয়ে গিয়েছে। পূর্ব নির্ধারিত ৪ অক্টোবরই পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়ে দিল তারা।
নোভেল করোনাভাইরাসের প্রকোপে দেশ জুড়ে যে অতিমারি পরিস্থিতি দেখা দিয়েছে, তার মধ্যে পরীক্ষা নেওয়া কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ২০ জন পরীক্ষার্থী। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখার আর্জি জানিয়েছিলেন তাঁরা।
সে নিয়ে সোমবার ইউপিএসসি-কে নিজেদের অবস্থান জানাতে নির্দেশ দিয়েছিল আদালত। সেখানে বিচারপতি এএম খানউইলকরের নেতৃত্বাধীন তিন বিচারপতির ডিভিশন বেঞ্চের সামনে ইউপিএসসি জানিয়ে দেয়, সব ব্যবস্থা হয়ে গিয়েছে। এখন পরীক্ষা স্থগিত রাখা একেবারেই অসম্ভব।