Advertisement
E-Paper

মুম্বইয়ে ট্রেনে বিস্ফোরণ মামলায় ১২ দোষীকে বেকসুর খালাস! বম্বে হাই কোর্ট বলল, যথেষ্ট প্রমাণ নেই

২০০৬ সালের ১১ জুলাই ১১ মিনিটের মধ্যে মুম্বইয়ের বেশ কয়েকটি লোকাল ট্রেনে বিস্ফোরণ হয়। তাতে মোট ১৮৯ জন নিহত হন। ৮০০-র বেশি মানুষ আহত হন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুলাই ২০২৫ ১১:১৬
মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণের পরে উদ্ধার কাজ চলছে।

মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণের পরে উদ্ধার কাজ চলছে। —ফাইল চিত্র।

২০০৬ সালে মুম্বইয়ে লোকাল ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া ১২ জনকেই বেকসুর খালাস করে দিল বম্বে হাই কোর্ট। ২০১৫ সালে সংশ্লিষ্ট মামলায় ১২ জনকেই দোষী সাব্যস্ত করেছিল নিম্ন আদালত। পাঁচ জনকে আজীবন কারাদণ্ড এবং বাকিদের মৃত্যুদণ্ড দেন বিচারক। ১৯ বছর পুরনো ওই মামলায় সোমবার বম্বে হাই কোর্টের বিচারপতি অনিল কিলোর এবং বিচারপতি শ্যাম চন্দকের পর্যবেক্ষণ, যথোপযুক্ত প্রমাণের অভাব রয়েছে। তাই অভিযুক্তদের বেকসুর খালাস করা হল।

২০০৬ সালের ১১ জুলাই ১১ মিনিটের মধ্যে মুম্বইয়ের বেশ কয়েকটি লোকাল ট্রেনে বিস্ফোরণ হয়। তাতে মোট ১৮৯ জন নিহত হন। ৮০০-র বেশি মানুষ আহত হন। প্রথম বিস্ফোরণটি হয়েছিল সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে। অফিস ফেরত ভিড়ের মধ্যে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে ৬টা ৩৫ মিনিটে। মোট ৬টি স্টেশনে চার্চগেট থেকে আসা ট্রেনগুলিতে বিস্ফোরণ হয়। ওই ঘটনার তদন্তে নেমে বেশ কয়েক জনকে গ্রেফতার করে মুম্বই পুলিশ।

২০১৫ সালে নিম্ন আদালত মোট ১২ জনকে দোষী সাব্যস্ত করেছিল। ফয়জ়ল শেখ, আসিফ খান, কমল আনসারি, ইথশাম সিদ্দিকি এবং নভেদ খানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বাকি সাত জন বিস্ফোরণে ষড়যন্ত্র করার দায়ে আজীবন কারাদণ্ড পান। ওই ১২ জনই নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হন।

হাই কোর্ট এই মামলার শুনানিতে বলে, ‘‘অভিযুক্তদের বিরুদ্ধে মামলা প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন মামলাকারীরা। এটা বিশ্বাস করা কঠিন যে, অভিযুক্তেরা অপরাধ করেছেন। তাই, তাদের দোষী সাব্যস্তের যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে।’’ আদালত এ-ও জানিয়েছে, অভিযুক্তেরা যদি অন্য কোনও মামলায় যুক্ত না-থাকেন, তবে তাঁদের জেল থেকে মুক্তি দেওয়া হবে।

Mumbai Blast Mumbai Blasts Case Bombay HC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy