প্রবল সর্দি-কাশি নিয়েও সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতা শুনতে গিয়েছিলেন শশী তারুর। সমাজমাধ্যমে সেই বক্তৃতার ভূয়সী প্রশংসাও করেছেন। কিন্তু সেই ‘শরীর খারাপের জন্য’ই কেরলের কংগ্রেস সাংসদ মঙ্গলবার সকালে কংগ্রেসের এসআইআর নিয়ে বৈঠকে গেলেন না!
মঙ্গলবার সকালে বিহারের পরে যে ১২টি রাজ্যে নির্বাচন কমিশন এসআইআর শুরু করেছে, সেই রাজ্যগুলির প্রদেশ কংগ্রেস সভাপতি, পরিষদীয় দলনেতাদের বৈঠকে ডাকা হয়েছিল। এই রাজ্যগুলি থেকে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্যদেরও বৈঠকে ডাকা হয়। সেই হিসেবে কেরলের শশী তারুরও বৈঠকে আমন্ত্রিত ছিলেন। কিন্তু তিনি বৈঠকে যাননি। তারুরের ঘনিষ্ঠ শিবিরের দাবি, শরীর খারাপের জন্যই তিনি যেতে পারেননি।
অথচ কয়েক ঘণ্টা আগে এই ‘শরীর খারাপ’ নিয়েই সোমবার সন্ধ্যায় একটি অনুষ্ঠানে মোদীর বক্তৃতা শুনতে গিয়েছিলেন শশী।নিজের মোবাইলে তোলা মোদীর চারটি ছবি সমাজমাধ্যমে দিয়ে বক্তৃতার সারমর্ম তুলে ধরে তারুর লিখেছেন, প্রধানমন্ত্রীর বক্তৃতা একই সঙ্গে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি ও সাংস্কৃতিক পদক্ষেপ তুলে ধরেছে। ‘প্রবল সর্দি, কাশি সত্ত্বেও দর্শকাসনে থাকতে পেরে খুশি’ বলেও মন্তব্য করেছেন তারুর। কিন্তু সেই সর্দি-কাশির জন্যই কংগ্রেসের বৈঠক এড়িয়ে গিয়েছেন।
কেরলের কংগ্রেস নেতাদের বক্তব্য, রাজ্য বিধানসভা নির্বাচনের আগে তারুরের এই ‘বেসুরো সুর’-এ তাঁরা বিরক্ত। কেরলে যেখানে বামেদের সঙ্গে কংগ্রেসের মুখোমুখি লড়াই, সেখানে কিছু দিন আগে কংগ্রেস অতিরিক্ত বামপন্থী হয়ে পড়েছে বলে তারুর মন্তব্য করেছেন। তিনি দলে আরও গুরুত্ব পেতে চাইছেন। কেরলের কংগ্রেস নেতারা অবশ্য তাতে নারাজ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)