Advertisement
E-Paper

অত্যাধুনিক রুশ মিসাইল সিস্টেম কেনার সিদ্ধান্ত চূড়ান্ত করল দিল্লি

দেশের আকাশসীমার নিরাপত্তা নিশ্ছিদ্র করতে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ট্রায়াম্ফ ক্ষেপণাস্ত্র কিনতে চলেছে ভারত। আকাশপথে যে কোনও হামলাকে নিমেষে রুখে দেওয়ার ক্ষমতা রাখে এই রুশ আকাশসীমা প্রতিরক্ষা ব্যবস্থা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৫ ১৫:৪৩
ছবি: টুইটার।

ছবি: টুইটার।

দেশের আকাশসীমার নিরাপত্তা নিশ্ছিদ্র করতে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ট্রায়াম্ফ ক্ষেপণাস্ত্র কিনতে চলেছে ভারত। আকাশপথে যে কোনও হামলাকে নিমেষে রুখে দেওয়ার ক্ষমতা রাখে এই রুশ আকাশসীমা প্রতিরক্ষা ব্যবস্থা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া সফরের মুখেই ভারতের ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল এই ক্ষেপণাস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে। আগামী সপ্তাহে মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদী এই ক্ষেপণাস্ত্র কেনার বিষয়ে কথা বলবেন বলে সাউথ ব্লক সূত্রের খবর।

রাশিয়ার তৈরি এস-৪০০ ট্রায়াম্ফ শুধুমাত্র ক্ষেপণাস্ত্র নয়। এটি আসলে একটি স্বয়ংসম্পূর্ণ আকাশসীমা প্রতিরক্ষা ব্যবস্থা। এস-৪০০ ট্রায়াম্ফ ব্যবস্থায় ক্ষেপণাস্ত্র ছাড়াও রয়েছে ক্ষেপণাস্ত্রের লঞ্চিং প্যাড, ক্ষেপণাস্ত্রবাহী গাড়ি, শক্তিশালী রেডার এবং স্বয়ংক্রিয় আক্রমণে প্রতিপক্ষকে বিপর্যস্ত করার বন্দোবস্ত। এস-৪০০ ট্রায়াম্ফ-এর পাঁচটি উইনিট আপাতত কিনতে চাইছে ভারত। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, তিনটি ইউনিট মোতায়েন করা হবে পশ্চিম সীমান্তে। দু’টি ইউনিট পূর্ব তথা উত্তর-পূর্ব সীমান্তে মোতায়েন করা হবে। এক দিকে পাকিস্তান আর অন্য দিকে চিনের কথা মাথায় রেখেই যে এই ব্যবস্থা, তা নিয়ে প্রতিরক্ষা বিশারদদের সংশয় নেই।

রাশিয়ার কাছ থেকে ভারত এস-৪০০ ট্রায়াম্ফ আকাশসীমা প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সিদ্ধান্তে শুধু চিন বা পাকিস্তান নয়, ন্যাটো বাহিনীও অশনি সঙ্কেত দেখছে। এস-৪০০ ট্রায়াম্ফ যে কোনও অত্যাধুনিক যুদ্ধবিমান, স্টিল্থ ফাইটার (গোপনে হামলা চালাতে সক্ষম যুদ্ধবিমান), ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইলের হামলাও রুখে দিতে সক্ষম। আকাশপথে এই ধরনের কোনও হামলা চালানোর চেষ্টা হলে এস-৪০০ ট্রায়াম্ফ ইউনিট ক্ষেপণাস্ত্র হেনে আকাশেই ধ্বংস করে দিতে পারে প্রতিপক্ষের বিমান, ড্রোন বা ক্ষেপণাস্ত্রকে।

প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকরের নেতৃত্বাধীন ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল এস-৪০০ ট্রায়াম্ফ ব্যবস্থার পাঁচটি ইউনিট কেনার জন্য ৩৯ হাজার কোটি টাকা খরচের সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে। ২৪ ডিসেম্বর রাশিয়ার রাজধানী মস্কোয় পৌঁছচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তাঁর বৈঠকে ভারত আনুষ্ঠানিক ভাবে রাশিয়ার কাছে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার প্রস্তাব পেশ করছে। বাণিজ্যিক আলোচনা সেরে চুক্তি চূড়ান্ত করতে এবং তার পর এস-৪০০ ট্রায়াম্ফের পাঁচটি ইউনিট ভারতে আনতে এখনও কয়েক বছর লেগে যাবে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর। ভারত হতে চলেছে রাশিয়ার এই আকাশসীমা প্রতিরক্ষা ব্যবস্থার দ্বিতীয় বৈদেশিক ক্রেতা। চিন ইতিমধ্যেই রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ট্রায়াম্ফ কেনার জন্য চুক্তি স্বাক্ষর করে ফেলেছে। ২০১৭ সাল থেকে চিনকে সেগুলি সরবরাহ করা শুরু করবে রাশিয়া। ভারত পাবে তার পরে।

National Indian Defence Russian Air Defence System S-400 Triumph
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy