E-Paper

খাগড়াছড়ি: ঢাকাকে কড়া জবাব দিল্লির

২৪ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়িতে এক কিশোরীকে দলবদ্ধভাবে শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে। ঘটনাকে কেন্দ্র করে গত রবিবার উত্তেজনার জেরে ওই এলাকায় গুলিতে তিন জন নিহত হন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ ০৮:১৬
নয়াদিল্লির তরফে জানানো হল, যে কোনও নাশকতার ঘটনায় ভারতের উপরে দোষ চাপানোর স্বভাব আছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের।

নয়াদিল্লির তরফে জানানো হল, যে কোনও নাশকতার ঘটনায় ভারতের উপরে দোষ চাপানোর স্বভাব আছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। —প্রতীকী চিত্র।

চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের খাগড়াছড়িতে হিংসার ঘটনায় নিজেদের ব্যর্থতা ঢাকতে ভারতের দিকে আঙুল তোলার চেষ্টা করেছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আজ এ নিয়ে সরব হল বিদেশ মন্ত্রক। কড়া ভাষায় নয়াদিল্লির তরফে জানানো হল, যে কোনও নাশকতার ঘটনায় ভারতের উপরে দোষ চাপানোর স্বভাব আছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। কিন্তু সেটা না করে আত্মসমালোচনা করা উচিত মুহম্মদ ইউনুসের সরকারের।

আজ সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জায়সওয়াল বলেন, “আমরা একেবারে স্পষ্ট ভাবে এ সব মিথ্যে এবং ভিত্তিহীন অভিযোগ খারিজ করে দিচ্ছি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার (নিজেদের) দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পারছে না। আর নিয়মিত ভাবে দোষটা অন্যদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার স্বভাব আছে তাদের।” তাঁর কথায়, “পার্বত্য চট্টগ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপরে স্থানীয় উগ্রপন্থীরা যে হিংসা চালাচ্ছে, অগ্নিসংযোগ ঘটাচ্ছে এবং জমি দখল করে নিচ্ছে, সে সব ঘটনায় আত্মসমালোচনা করা এবং গুরুত্ব সহকারে তদন্ত করার উপরে যদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জোর দেয়, তাহলে মঙ্গলজনক হবে।”

প্রসঙ্গত, ২৪ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়িতে এক কিশোরীকে দলবদ্ধভাবে শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে। ঘটনাকে কেন্দ্র করে গত রবিবার উত্তেজনার জেরে ওই এলাকায় গুলিতে তিন জন নিহত হন। ১৩ জন সেনা, ৩ জন পুলিশ-সহ আহত হন অন্তত ২০ জন। এর পরে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, একটি মহল খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে এ ঘটনা ঘটছে বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Diplomacy India-Bangladesh

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy