মোট সম্পদের পরিমাণে বিশ্বে ষষ্ঠ স্থানে ভারত। জানাল ‘নিউ ওয়ার্ল্ড ওয়েল্থ’-এর সমীক্ষা।
এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে সম্পদশালী দেশ কোনগুলি, কোন দেশের সম্পদের পরিমাণ কত— সমীক্ষা করেছে নিউ ওয়ার্ল্ড ওয়েল্থ। প্রত্যাশিত ভাবেই তালিকার শীর্ষ স্থানটি আমেরিকার দখলে। তবে ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়াকে পিছনে ফেলে সম্পদশালী দেশের তালিকায় এখন ষষ্ঠ স্থানে রয়েছে ভারত।
মোট সম্পদ বলতে কিন্তু এই সমীক্ষায় সরকারি বা রাষ্ট্রীয় সম্পদের কথা বলা হয়নি। কোনও দেশের নাগরিকদের নিজস্ব মালিকানায় যে পরিমাণ সম্পদ (স্থাবর সম্পত্তি, নগদ, ইক্যুইটি, বাণিজ্যিক অংশীদারিত্ব ইত্যাদি) রয়েছে, তার যোগফলকেই মোট সম্পদ হিসেবে ধরা হয়েছে। ধার-দেনা বা অন্য কোনও দায়বদ্ধতার হিসেব এর মধ্যে ধরা হয়নি। সরকারি তহবিলকেও এই হিসেবের মধ্যে রাখা হয়নি। অর্থাৎ, এক কথায় নাগরিকদের হাতে থাকা মোট সম্পদের পরিমাণের ভিত্তিতেই মাপা হয়েছে, কোন দেশ কত সম্পদশালী।
রিপোর্ট বলছে, প্রথম স্থানে থাকা আমেরিকার মোট সম্পদের পরিমাণ ৬৪ লক্ষ ৫৮ হাজার ৪০০ কোটি ডলার। দ্বিতীয় স্থানে রয়েছে চিন। তাদের মোট সম্পদ ২৪ লক্ষ ৮০ হাজার ৩০০ কোটি ডলার। আর ১৯ লক্ষ ৫২ হাজার ২০০ কোটি ডলার নিয়ে তৃতীয় স্থানে জাপান।
আরও পড়ুন: চুড়োয় থাকা বাজারই এখন চিন্তা কেন্দ্রের
প্রথম তিন দেশকে বাদ দিলে, ভারতের আগে রয়েছে ব্রিটেন এবং জার্মানিও। ব্রিটেনের মোট সম্পদ ৯ লক্ষ ৯১ হাজার ৯০০ কোটি ডলার। জার্মানির ৯ লক্ষ ৬৬ হাজার কোটি ডলার। আর ষষ্ঠ স্থানে থাকা ভারতে মোট সম্পদের পরিমাণ ৮ লক্ষ ২৩ হাজার কোটি ডলার।
আরও পড়ুন: বাজেটে বাড়তে পারে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা
নিউ ওয়ার্ল্ড ওয়েল্থ-এর প্রকাশিত তালিকা বলছে, মোট সম্পদের পরিমাণের নিরিখে প্রথম দশে রয়েছে ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া এবং ইতালিও। সপ্তম স্থানে থাকা ফ্রান্সে মোট সম্পদ ৬ লক্ষ ৬৪ হাজার ৯০০ কোটি ডলার। অষ্টম স্থানে থাকা কানাডায় ৬ লক্ষ ৩৯ হাজার ৩০০ কোটি ডলার। অস্ট্রেলিয়ার (নবম) মোট সম্পদ ৬ লক্ষ ১৪ হাজার ২০০ কোটি ডলার আর ইতালির (দশম) ৪ লক্ষ ২৭ হাজার ৬০০ কোটি ডলার।