Advertisement
E-Paper

ভারত-৫, পাকিস্তান-৩... বিষবাতাসের সবচেয়ে খারাপ ৫ দেশের তালিকায় বাংলাদেশও

সমীক্ষাটি করা হয়েছে ১৩৮টি দেশের বাতাসের গুণমান পর্যবেক্ষণ কেন্দ্র থেকে প্রাপ্ত পিএম ২.৫-এর পরিসংখ্যানকে বিচার করে। পিএম ২.৫ সর্বাধিক ক্ষতিকারক ক্ষুদ্রাতিক্ষুদ্র বায়ুদূষণকারী কণা, যাকে ফুসফুসের নানাবিধ জটিল অসুখ সৃষ্টির জন্য দায়ী করা হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মে ২০২৫ ১৬:২৪
India improves ranking in 2025 pollution report

বিশ্বব্যাপী দূষিত দেশের তালিকা প্রকাশ সমীক্ষায়। —ফাইল চিত্র।

বিশ্বের কাছে এখন অন্যতম বড় চ্যালেঞ্জ দূষণ। দেশগুলি ক্রমাগত সেই চ্যালেঞ্জ মোকাবিলায় নানা পদক্ষেপ করলেও বাতাসের গুণগত মান উন্নতির তেমন লক্ষণ নেই! প্রমাণ, সম্প্রতি আইকিউএয়ার নামে এক সুইস এয়ার কোয়ালিটি টেকনোলজি সংস্থার প্রকাশিত এক সমীক্ষা। সেই সমীক্ষায় দেখা গিয়েছে, দূষণ নিয়ন্ত্রণে ভারত কিছুটা উন্নতি করেছে। তবে তার দুই পড়শি দেশ পাকিস্তান এবং বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দূষিত দেশের তালিকায় একেবারে প্রথম দিকেই রয়েছে।

সমীক্ষাটি করা হয়েছে ১৩৮টি দেশের বাতাসের গুণমান পর্যবেক্ষণ কেন্দ্র থেকে প্রাপ্ত পিএম ২.৫-এর পরিসংখ্যানকে বিচার করে। পিএম ২.৫ সর্বাধিক ক্ষতিকারক ক্ষুদ্রাতিক্ষুদ্র বায়ুদূষণকারী কণা, যাকে ফুসফুসের নানাবিধ জটিল অসুখ সৃষ্টির জন্য দায়ী করা হয়। হৃদ্‌রোগ, হাঁপানি কিংবা ক্যানসারের মতো ব্যাধি ক্রমশ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। বিশ্বব্যাপী নয় জনের মধ্যে এক জনের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে বায়ুদূষণ।

সমীক্ষার রিপোর্টে বায়ুর মানের ক্রমবর্ধমান বৈষম্য প্রকাশ করা হয়েছে। দেখা গিয়েছে, দক্ষিণ এশিয়া এবং আফ্রিকার কিছু অংশ নগরায়ন, শিল্প বা জলবায়ুগত কারণের জন্য বায়ু দূষিত হচ্ছে। কোথাও কোথাও উন্নতি দেখা গেলেও, বেশির ভাগ জায়গার বাতাসের দূষণমাত্রা ক্রমশ বাড়ছে।

২০২৪-২৫ সালের আইকিউএয়ারের রিপোর্ট অনুসারে বিশ্বের মধ্যে দূষিত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। আর তার ঠিক নীচে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান। তবে এই ক্রমতালিকায় ভারত আগের বছরের তুলনায় কিছুটা উন্নতি করেছে। গত বছরের তালিকায় ভারত ছিল তৃতীয় স্থানে, তবে এ বার নেমে দাঁড়িয়েছে পাঁচ নম্বরে! এই ক্রমতালিকায় প্রথম স্থানে রয়েছে আফ্রিকার দেশ চাদ। আর চার নম্বরে রয়েছে ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গো । রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের গড় পিএম ২.৫ মাত্রা যথেষ্ট উদ্বেগজনক। তবে ভারত কিছুটা উন্নতি করলেও বিপদসীমার কাছাকাছি রয়েছে।

অন্য দিকে, নিউ জ়িল্যান্ড, ফিনল্যান্ডের মতো দেশগুলি শক্তিশালী পরিবেশগত নীতির কারণে দূষণের কমাতে সক্ষম হয়েছে। সমীক্ষার রিপোর্টে বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলির বায়ুদূষণ নিয়ে উদ্বেগপ্রকাশ করা হয়েছে।

Air pollution Index
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy