দিল্লি এবং মুম্বইয়ে হু হু করে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। যদিও কেন্দ্রের আশ্বাস, এখনও ভারতে অতিমারি করোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি। পাশাপাশি, লকডাউনের ‘সাফল্য’ সামনে এনে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রকের অধীনস্থ সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অন মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর বক্তব্য, দেশের ৮৩টি জেলার মাত্র ০.৭৩ শতাংশ মানুষের উপর কোভিড-১৯ থাবা বসাতে পেরেছে।
আইসিএমআর-এর ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গভ বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে করোনা সংক্রান্ত তথ্য-পরিসংখ্যান পেশ করে জানান, এক্ষেত্রে করোনাভাইরাস সংক্রমণের ‘স্টেজ থ্রি’ অর্থাৎ ‘গোষ্ঠী সংক্রমণ’ সংজ্ঞাটির ব্যবহার নিয়ে কিছু বিতর্ক সৃষ্টি হয়েছিল, কিন্তু হু (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) সেটিকে মান্যতা দেয়নি। তাঁর কথায়, ‘আমাদের দেশে করোনার প্রভাব খুবই সীমাবদ্ধ। ১ শতাংশেরও কম।
শহুরে জনসংখ্যার ক্ষেত্রে এক শতাংশের সামান্য বেশি। কন্টেনমেন্ট জোনগুলিতে একটু বেশি। নিশ্চিত ভাবেই আমরা গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে নেই। ওটা শুধুই একটা পরিভাষা। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন অবশ্য চলতি সপ্তাহেই ঘোষণা করেন, ‘‘দিল্লিতে করোনাভাইরাসের গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে।’’