উপত্যকায় ফের সেনা-জঙ্গি সংঘর্ষ। বৃহস্পতিবার সকালে জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্দওয়ারা এলাকায় সেনা-জঙ্গি সংঘর্ষে এক জঙ্গি নিহত হয়েছে।
হান্দওয়ারার ক্রালগুন্দ এলাকা থেকে প্রচুর বেআইনি অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এলাকায় এক দল জঙ্গি লুকিয়ে রয়েছে, এমনটাই খবর ছিল সেনার কাছে। সেই মতোই শুরু হয়েছিল তল্লাশি অভিযান। তল্লাশি শুরু হতেই সেনাবাহিনীর উপর গুলিবৃষ্টি শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাবাহিনীও। তবে জঙ্গিরা কোন দলের, তা এখনও পর্যন্ত জানা যায়নি।
হান্দওয়ারা এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। তল্লাশি অভিযান জারি রয়েছে ওই ওলাকায়। দক্ষিণ এবং মধ্য কাশ্মীরের আরও অনেক এলাকায় তল্লাশি অভিযান চলছে। আগামী কয়েক দিন ধরে তল্লাশি অভিযান চলবে বলে রাজ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে।