পাক সেনার হেফাজতে ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান। বুধবার রাতে তাঁর রক্তাক্ত ছবি সামনে আসার পর থেকেই উদ্বিগ্ন হয়ে পড়েছিল গোটা দেশ। আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সেই উদ্বেগ। অভিনন্দনকে যাতে নিরাপদে সুস্থ শরীরে দেশে ফিরিয়ে আনা যায়, তার জন্য একদিকে যখন কূটনৈতিক স্তরে তৎপরতা দেখাচ্ছিল বিদেশ মন্ত্রক, ঠিক তখনই দেশ জুড়ে শুরু হয়েছিল প্রার্থনা।
দিনভর বৃহস্পতিবার দেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, দেশের ভাষা ছিল একটাই— ‘মুক্তি চাই অভিনন্দনের’। সেই প্রার্থণার মূল সুর ছিল একটাই, সুস্থ শরীরে যেন দেশে ফিরে আসেন অভিনন্দন।
দেশের সঙ্গে এই প্রার্থনায় সুর মেলান অভিনন্দনের বাবাও। দুপুরেই সংবাদসংস্থাকে তিনি জানান, ‘‘আমি আমার পুত্রের জন্য গর্বিত। আমি ওঁর নিরাপদে দেশে ফেরার অপেক্ষায় আছি। ওঁর জন্য প্রার্থনা করায় ধন্যবাদ দেশবাসীকে।’’