Advertisement
E-Paper

বেজিং-এর তীব্র আপত্তি, দলকুন ইসার ভিসা বাতিল করল ভারত

চিনের নির্বাসিত উইঘুর নেতা দলকুন ইসাকে দেওয়া ভিসা প্রত্যাহার করে নিল ভারত। ইন্টারপোলের রেড কর্নার নোটিস রয়েছে দলকুনের নামে। ভারত তাঁকে হিমচলপ্রদেশে আসার জন্য ভিসা দেওয়ায় তীব্র আপত্তি জানিয়েছিল চিন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৬ ১২:২৫

চিনের নির্বাসিত উইঘুর নেতা দলকুন ইসাকে দেওয়া ভিসা প্রত্যাহার করে নিল ভারত। ইন্টারপোলের রেড কর্নার নোটিস রয়েছে দলকুনের নামে। ভারত তাঁকে হিমচলপ্রদেশে আসার জন্য ভিসা দেওয়ায় তীব্র আপত্তি জানিয়েছিল চিন। তার প্রেক্ষিতে সোমবার জানানো হল, ইন্টারপোলের নিয়ম-কানুনকে শ্রদ্ধা জানাতেই দলকুন ইসার ভিসা বাতিল করতে হল।

জার্মানিতে স্বেচ্ছা-নির্বাসনে থাকা চিনা নেতা দলকুন ইসাকে চিনের সরকার ‘জঙ্গি’ হিসেবে ঘোষণা করেছে। পশ্চিম চিনের জিনজিয়াং প্রদেশের উইঘুর সম্প্রদায়ের নেতা তিনি। জিনজিয়াং-এর আদি বাসিন্দা উইঘুরদের সঙ্গে পরবর্তী কালে চিনের অন্যান্য প্রান্ত থেকে আসা হান জনগোষ্ঠীর বিরোধ সুবিদিত। হানদের সুরক্ষায় উইঘুরদের উপর চিনের বাহিনী অত্যাচার চালায় বলে অভিযোগ। ফলে উইঘুর মুসলিমরা দীর্ঘ দিন ধরেই বিদ্রোহী। চিনের বাহিনীর সঙ্গে উইঘুরদের সশস্ত্র লড়াই জিনজিয়াং-এর প্রায় রোজকার ঘটনা। ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেসের নেতা দলকুন ইসাকে গ্রেফতার করার জন্য তাই ইন্টারপোলকে দিয়ে অনেক আগেই রেড কর্নার নোটিস জারি করিয়েছে চিন। সেই দলকুনকেই ভারত সরকার ভিসা দিয়েছিল হিমাচলপ্রদেশে আসার জন্য। সেখানে চিনের আর এক ‘ঘোষিত শত্রু’ দলাই লামার সঙ্গেও দেখা করার কথা ছিল দলকুনের।

কূটনৈতিক মহল বলেছিল, মাসুদ আজহার কাণ্ডের পাল্টা হিসেবে দলকুন ইসাকে ভিসা দিয়েছে ভারত। জৈশ-ই-মহম্মদের প্রধান মসুদ আজহারকে জঙ্গি ঘোষমা করার জন্য রাষ্ট্রপুঞ্জে প্রস্তাব দিয়েছিল ভারত। সেই প্রস্তাব ভেটো দিয়ে আটকে দেয় চিন। দলকুন ইসাকে ভিসা দিয়ে ভারত তারই পাল্টা জবাব দিল বলে বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছি। ইসাকে ভিসা দেওয়ার খবর প্রকাশ্যে আসতেই চিনের তরফে প্রতিবাদ করা হয়। চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, ইন্টারপোলের রেড কর্নার নোটিস রয়েছে যে জঙ্গির নামে, তাকে বিচারের কাঠগড়ায় পৌঁছে দেওয়া সব দেশের দায়িত্ব। কূটনৈতিক স্তরেও চিন বিষয়টি নিয়ে ভারতের উপর চাপ বাড়াতে থাকে বলে খবর।

আরও পড়ুন:

বিতর্কিত কৃত্রিম দ্বীপ বাঁচাতে সমুদ্রে পরমাণু কেন্দ্র ভাসাচ্ছে চিন!

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দলকুনের ভিসা বাতিল করা হয়েছে। তাঁর নামে ইন্টারপোলের রেড কর্নার নোটিস রয়েছে। তাই দলকুন ভারতে এলেই তাঁকে গ্রেফতার করতে এ দেশের প্রশাসন বাধ্য হবে। কারণ ভারত ইন্টারপোলের নিয়ম-কানুন ভাঙতে চায় না।

দলকুন ইসা ভিসা বাতিলের প্রতিক্রিয়ায় বলেছেন, ‘‘কোন কঠিন পরিস্থিতিতে পড়ে ভারত সরকার আমার ভিসা বাতিল করতে করতে বাধ্য হয়েছে তা আমি বুঝি। বিষয়টা এত বিতর্কের জন্ম দেওয়ায় ভারত সরকার দুঃখপ্রকাশ করেছে।’’ কূটনৈতিক মহল অবশ্য বলছে, ভিসা বাতিল করলেও দলকুন তথা উইঘুরদের পাশে থাকার বার্তাই দিয়েছে ভারত সরকার। কারণ ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক যা জানিয়েছে, তার সারকথা হল, দলকুনকে গ্রেফতার করতে চায় না বলেই তার ভিসা বাতিল করল ভারত।

Dolkun Isa Visa China Objects India Cancels
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy