Advertisement
E-Paper

ভারত পিছিয়ে গেল গণতন্ত্রের তালিকায়

ন্দুত্ববাদী রাজনীতি, গোরক্ষার নামে একের পর এক খুনের ঘটনা প্রকাশ্যে আসার জেরেই হয়তো এই অবনতি, মনে করছেন কূটনীতিকরা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:০৫
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

এক ধাক্কায় দশ ধাপ পিছিয়ে গেল ভারত। ব্রিটেনের বিশেষজ্ঞ সংস্থা ‘ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট’ (ইআইইউ)-এর ‘অ্যানুয়াল গ্লোবাল ডেমোক্রেসি ইনডেক্স’-এ ৪২তম জায়গা পেল এ দেশ। গত বছর ৩২তম স্থান ছিল। হিন্দুত্ববাদী রাজনীতি, গোরক্ষার নামে একের পর এক খুনের ঘটনা প্রকাশ্যে আসার জেরেই হয়তো এই অবনতি, মনে করছেন কূটনীতিকরা।

১৬৭টি স্বাধীন দেশকে নিয়ে তৈরি তালিকাটির শীর্ষস্থান দখলে রেখেছে নরওয়ে। তার পরেই রয়েছে আইসল্যান্ড ও সুইডেন। তালিকাটিকে চার ভাগে ভাগ করা হয়েছে— পূর্ণাঙ্গ গণতন্ত্র, ত্রুটিপূর্ণ গণতন্ত্র, মিশ্র ব্যবস্থা ও স্বৈরাচারী শাসন। ২১তম স্থান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকাও ‘প্রথম বিভাগে’ পাশ করতে পারেনি। মার্কিন মুলুককেও ত্রুটিপূর্ণ গণতন্ত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। জাপান, ইতালি, ফ্রান্স, ইজরায়েলও একই বিভাগে। প্রথম বিভাগে জায়গা পেয়েছে মাত্র ১৯টি দেশ। ১১০তম স্থান নিয়ে পাকিস্তানে মিশ্র ব্যবস্থা দেখানো হয়েছে।

স্বৈরাচারী শাসন চলছে বলা হয়েছে চিন (১৩৯), মায়ানমার (১২০), রাশিয়া (১৩৫) এবং ভিয়েতনামে (১৪০)। সর্বশেষ স্থানে অর্থাৎ ১৬৭ নম্বরে রয়েছে উত্তর কোরিয়া। কিম জং উনের দেশের থেকে এগিয়ে রয়েছে সিরিয়াও। ১৬৬তম জায়গা পেয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশটি।

India EIU Democracy Index
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy