অস্ট্রেলিয়ার পরে এ বার আয়ারল্যান্ড। এক ভারতীয় বংশোদ্ভূত যুবককে ব্যাপক মারধর করার অভিযোগ উঠল এক দল কিশোরের বিরুদ্ধে। আয়ারল্যান্ডের লেটারকেনির ঘটনা। সামাজমাধ্যমে একটি পোস্টে আক্রান্ত যুবক সন্তোষ যাদব জানান, তাঁকে মারধর করে অভিযুক্তেরা রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে পালিয়ে যায়। তিনি আরও লিখেছেন, ‘নানা সময়ে ইউরোপে থাকা ভারতীয়েরা বর্ণবিদ্বেষের শিকার হচ্ছেন। তাঁদের উপরে হামলা চলছে।’ সন্তোষ জানান, কয়েক দিন আগে একটি রেস্তরাঁ থেকে ফেরার সময়ে, আচমকাই তাঁর উপরে হামলা চালায় কয়েক জন কিশোর। তিনি কোনও ক্রমে পুলিশকে ফোন করেন। ঘটনাস্থলে পুলিশকে এলে কিশোরেরা পালিয়ে যায়। কিন্তু প্রশাসন এর পরেও কোনও পদক্ষেপ করছে না বলে অভিযোগ তাঁর।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)