আবার দূরপাল্লার যাত্রিবাহী ট্রেনের ভাড়া বাড়ছে! দূরপাল্লার যাত্রায় ভাড়ার নয়া কাঠামো প্রকাশ করে রেল জানিয়েছে, বড়দিনের পর অর্থাৎ ২৬ ডিসেম্বর থেকে নতুন ভাড়া কার্যকর হবে। তবে লোকাল ট্রেনের ভাড়া বৃদ্ধি হচ্ছে না বলেই জানিয়েছে রেল। নিত্যযাত্রীদের সিজ়ন টিকিটের (মান্থলি) ভাড়াও থাকছে অপরিবর্তিত।
রেল সূত্রে খবর, দূরপাল্লার মেল এবং এক্সপ্রেস— এই দুই ধরনের ট্রেনের টিকিটের ভাড়া বাড়ছে। এসি, নন-এসি— দুই শ্রেণির সংরক্ষিত টিকিটের ভাড়া বাড়ছে। যদিও তা নির্ধারিত হবে কিলোমিটারের ভিত্তিতে। অসংরক্ষিত টিকিটের (জেনারেল) ভাড়া বৃদ্ধির ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নির্দিষ্ট নিয়ম থাকছে সে ক্ষেত্রে।
নয়া কাঠামো অনুযায়ী, দূরপাল্লা ট্রেনে সাধারণ শ্রেণিতে ২১৫ কিলোমিটার পর্যন্ত যাত্রা করলে অতিরিক্ত ভাড়া গুনতে হবে না। তবে তার পর প্রতি কিলোমিটারে এক পয়সা করে ভাড়া বৃদ্ধি করছে রেল। দূরপাল্লার মেল এবং এক্সপ্রেসে (নন-এসি) প্রতি কিলোমিটারে দু’পয়সা করে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশোধিত ভাড়া অনুযায়ী, নন-এসিতে ৫০০ কিলোমিটার পর্যন্ত যাতায়াতের জন্য যাত্রীদের অতিরিক্ত ১০ টাকা গুনতে হবে। এসির টিকিটের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে দু’পয়সা করে ভাড়া বৃদ্ধি করা হবে বলে জানিয়েছে রেল।
আরও পড়ুন:
চলতি বছরে এই নিয়ে দু’বার দূরপাল্লার ট্রেনের ভাড়া বৃদ্ধি করল রেল। গত জুলাইয়েও কিলোমিটার পিছু ভাড়া বেড়েছিল দূরপাল্লার মেল এবং এক্সপ্রেস ট্রেনে। দূরপাল্লার ট্রেনের নন-এসি দ্বিতীয় শ্রেণির টিকিটের (অসংরক্ষিত টিকিট) ভাড়া প্রতি কিলোমিটারে আধ পয়সা করে বৃদ্ধি করার সিদ্ধান্ত হয়েছিল। স্লিপার এবং প্রথম শ্রেণির অসংরক্ষিত টিকিটের ক্ষেত্রেও একই নিয়ম ছিল। নন-এসি সংরক্ষিত টিকিটের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে এক পয়সা করে ভাড়া বৃদ্ধি করে রেল। আর এসির ক্ষেত্রে কিলোমিটার পিছু দু’পয়সা করে ভাড়া বাড়ে। ২৬ ডিসেম্বর থেকে আবার প্রায় সেই একই হারে ভাড়া বৃদ্ধি করতে চলেছে রেল। তারা আশাবাদী, চলতি বছরে নতুন ভাড়া কাঠামোয় রেল প্রায় ৬০০ কোটি টাকা অতিরিক্ত আয় করবে।