Advertisement
১৯ মে ২০২৪

বাবা নেই শুনে কান্না ইন্দ্রাণীর

বাবা নেই শুনে কান্নায় ভেঙে পড়লেন শিনা হত্যা মামলার মুখ্য অভিযুক্ত ও মিডিয়া ব্যারন পিটার মুখোপাধ্যায়ের স্ত্রী ইন্দ্রাণী মুখোপাধ্যায়। তাঁর বাবা উপেন্দ্রকুমার বরা ১৫ ডিসেম্বর অসমে মারা গিয়েছেন। সোমবার মুম্বইয়ের আদালতের বাইরে সেই খবর পেয়েই কেঁদে ফেলেন ইন্দ্রাণী।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৬ ০৩:১৪
Share: Save:

বাবা নেই শুনে কান্নায় ভেঙে পড়লেন শিনা হত্যা মামলার মুখ্য অভিযুক্ত ও মিডিয়া ব্যারন পিটার মুখোপাধ্যায়ের স্ত্রী ইন্দ্রাণী মুখোপাধ্যায়।

তাঁর বাবা উপেন্দ্রকুমার বরা ১৫ ডিসেম্বর অসমে মারা গিয়েছেন। সোমবার মুম্বইয়ের আদালতের বাইরে সেই খবর পেয়েই কেঁদে ফেলেন ইন্দ্রাণী। এ দিন চার্জ গঠনের শুনানিতে আদালতে আনা হয় পিটার, ইন্দ্রাণী ও ইন্দ্রাণীর প্রাক্তন স্বামী সঞ্জীব খন্নাকে। বিশেষ সরকারি আইনজীবী ভারত বাদামি ও কবিতা পাটিল সওয়াল শেষ করার পরে সিবিআইয়ের তদন্তকারী অফিসার ইন্দ্রাণীকে তাঁর বাবার মৃত্যুসংবাদ দেন। যা শুনে নিজের আইনজীবীর মাধ্যমে ইন্দ্রাণী বিশেষ বিচারককে জানিয়েছেন, সিবিআইয়ের ভূমিকা সংবেদনশীল নয়। তাঁর বাবা মারা গিয়েছেন গত ১৫ ডিসেম্বর, বৃহস্পতিবার। সিবিআই তাঁকে সেই খবর দিচ্ছে তিন দিন পরে। সিবিআইয়ের এই গাফিলতির জন্য সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে বিচারককে জানান ইন্দ্রাণীর আইনজীবী। বিচারক বলেছেন, আগামিকাল শুনানিতে এ ব্যাপারে সিবিআই অফিসারকে সতর্ক করা হবে। এর পরেই কোর্ট থেকে বেরনোর সময়ে কেঁদে ফেলেন ইন্দ্রাণী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Indrani Mukerjea
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE