Advertisement
২৫ এপ্রিল ২০২৪

এটা নরেন্দ্র মোদীর সরকারই নয়: রাহুল বজাজ

শিল্পের প্রতি তথা শিল্পপতিদের প্রতি বরাবরই ইতিবাচক সুর শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর কথায়। তেমন শিল্পপতিরাও তাঁর প্রতি বরাবর আনুগত্য দেখিয়েছেন। কিন্তু এ বার ঠিক উল্টো ঘটনা ঘটল।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৫ ১৭:২৫
Share: Save:

শিল্পের প্রতি তথা শিল্পপতিদের প্রতি বরাবরই ইতিবাচক সুর শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর কথায়। তেমন শিল্পপতিরাও তাঁর প্রতি বরাবর আনুগত্য দেখিয়েছেন। কিন্তু এ বার ঠিক উল্টো ঘটনা ঘটল। মোদীর প্রশংসা করে আসা শিল্পপতি রাহুল বজাজের মুখেই শোনা গেল উল্টো সুর। একটি টিভি চ্যানেলেন কাছে তিনি বললেন, ‘‘মোদী সরকারের ঔজ্জ্বল্য কমে গিয়েছে। এটা নরেন্দ্র মোদীর সরকার নয়।’’

বলেন, ‘‘২০১৪ সালে যে ভাবে বিপুল ভোট নিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন, তার নজির বিশ্বে খুব কমই রয়েছে। কিন্তু তার যথাযথ প্রয়োগ করতে পারলেন না তিনি। দিল্লি, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটেই তার প্রমাণ মিলেছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE