Advertisement
০৪ মে ২০২৪

এ পি এস সি নিয়ে অসমে তদন্ত কমিশন

অসমে এপিএসসি পরীক্ষার ফলাফল নিয়ে ওঠা অভিযোগ নিয়ে তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। আজ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, হাইকোর্টের অবসরপ্রাপ্ত এক বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করা হবে।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৫ ০৩:০২
Share: Save:

অসমে এপিএসসি পরীক্ষার ফলাফল নিয়ে ওঠা অভিযোগ নিয়ে তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। আজ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, হাইকোর্টের অবসরপ্রাপ্ত এক বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করা হবে। এপিএসসি পরীক্ষার ফলাফলে ব্যাপক অসঙ্গতি ও স্বজনপোষণের অভিযোগ তুলে আন্দোলনে নেমেছিলেন কৃষক নেতা তথা গণমুক্তি সংগ্রামের সভাপতি অখিল গগৈ। সমালোচনার ঝড় উঠেছিল বিরোধী শিবিরেও। রাজ্যপাল পদ্মনাভ বালকৃষ্ণ আচার্যও এ বিষয়ে সিবিআইকে দিয়ে তদন্ত করানোর পক্ষে জোরদার সওয়াল করেছিলেন।

মুখ্যমন্ত্রী তরুণ গগৈ এর আগে এপিএসসি পরীক্ষার ফলাফলে অসঙ্গতি অভিযোগ নিয়ে অসমের অতিরিক্ত মুখ্য সচিব সুভাষচন্দ্র দাসকে তদন্ত করতে বলেছিলেন।

করিমগঞ্জে নতুন এসপি। করিমগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব নিলেন প্রদীপরঞ্জন কর। জেলার বিদায়ী পুলিশ সুপার বিষ্ণুপ্রসাদ রাভার স্থলাভিষিক্ত হলেন তিনি। বিদায়ী পুলিশ সুপার বিষ্ণুপ্রসাদ রাভা গুয়াহাটিতে অর্থনৈতিক অপরাধদমন শাখার ডিআইজি পদের দায়িত্ব পেয়েছেন। তাঁর জায়গায় করিমগঞ্জের দায়িত্ব পেলেন ১১ পুলিশ ব্যাটেলিয়নের কম্যাডেন্ট প্রদীপরঞ্জন। আজ সাংবাদিকদের নতুন পুলিশ সুপার জানান, করিমগঞ্জে আইন-শৃঙ্খলা বজায় রাখতে তিনি যথাসাধ্য চেষ্টা করবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

APSC Investigation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE