Advertisement
১৯ এপ্রিল ২০২৪

চাবাহার ব্যবহার করতে পারবে দিল্লি

গোটা বিষয়টি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে একাধিক কারণে। পশ্চিম এশিয়ার উত্তাল পরিস্থিতিতে যখন আমেরিকার ট্রাম্প প্রশাসন ইরান-বিরোধী অবস্থান নিয়ে চলছে, তখন ভারত সতর্ক ভাবে ইরানের সঙ্গে যোগাযোগ এগিয়ে নিয়ে যাচ্ছে।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ জুন ২০১৭ ০৩:৪৫
Share: Save:

ইরানের চাবাহার বন্দরের মাধ্যমে আফগানিস্তান-সহ মধ্য এশিয়ার সঙ্গে যোগসূত্র তৈরির কাজে অনেকটা এগোল নয়াদিল্লি। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, চাবাহার ব্যবহারের অধিকার ও পরিচালনার দায়িত্ব আগামী দু’বছরের জন্য ভারতকে দিতে রাজি হয়েছে ইরান।

গোটা বিষয়টি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে একাধিক কারণে। পশ্চিম এশিয়ার উত্তাল পরিস্থিতিতে যখন আমেরিকার ট্রাম্প প্রশাসন ইরান-বিরোধী অবস্থান নিয়ে চলছে, তখন ভারত সতর্ক ভাবে ইরানের সঙ্গে যোগাযোগ এগিয়ে নিয়ে যাচ্ছে। সৌদি আরব-সহ বিশ্বের বেশ কিছু দেশ কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে প্রকৃত পক্ষে বার্তা দিতে চেয়েছে ইরানকেই। এতে সমর্থন রয়েছে আমেরিকারও। কিছুটা নিঃশব্দেই গত মাসে বিদেশসচিব এস জয়শঙ্কর চাবাহার দৌত্য সেরে এসেছেন ইরান গিয়ে। সাংহাই কো-অপারেশনের বৈঠকেও ইরানের কর্তাদের সঙ্গে কথা বলেছেন ভারতীয় অফিসারেরা। তবে দু’দেশের কেউই শীর্ষ পর্যায়ের বৈঠক করে সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE