পঞ্জাবে আবার বড় ধরনের সন্ত্রাসবাদী হামলার ছক কষেছে আইএসআই। ওই হামলা চালানোর জন্য গত দু’মাস ধরে অন্তত পনেরো-কুড়ি জন জঙ্গিকে পাকিস্তানে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শেখানো হয়েছে গুরমুখি ভাষা। ওই জঙ্গিদের শেখানো হয়েছে পঞ্জাবিদের আচার-আচরণ, আদবকায়দা ও ধর্মীয় অনুশাসন।
পঞ্জাবে হামলা চালানোর জন্য আইএসআইয়ের ওই প্রস্তুতির খবর দিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির তরফে সতর্ক বার্তা পাঠানো হয়েছে পঞ্জাব সরকারের কাছে।
সেই সতর্ক বার্তা পাওয়ার পর পঞ্জাব পুলিশও নড়েচড়ে বসেছে। এ ব্যাপারে যাবতীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য পঞ্জাব পুলিশের এক পদস্থ কর্তা এ মাসের গোড়ায় সবকটি জেলার পুলিশ কর্তাদের চিঠি দিয়েছেন। সেই চিঠিতে লেখা হয়েছে, ‘‘কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অমৃতসর শাখা জানিয়েছে, যে পনেরো-কুড়ি জন জঙ্গিকে এ বার পঞ্জাবে হামলার জন্য পাকিস্তানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তারা ২৬/১১-র মুম্বই হামলার ‘মাস্টার মাইন্ড’ হাফিজ সইদের কাছেও অস্ত্র চালানোর প্রশিক্ষণ নিয়েছিল। পঞ্জাবিদের গুরমুখি ভাষা, আচার-আচরণ, আদবকায়দা ও ধর্মীয় অনুশাসন গত দু’মাস ধরে ওই জঙ্গিদের শেখানো হয়েছে পাকিস্তানের গুরুদোয়ারা সাহিবে। এ ব্যাপারে জঙ্গিদের প্রশিক্ষণ দিয়েছে খালিস্তান জিন্দাবাদ ফোর্সের প্রধান রঞ্জিত সিং।’’