Advertisement
১৬ মে ২০২৪

টনক নড়াল গুলশনই, নিশানায় ইসলামি নেতা

গালে কাঁচাপাকা দাড়ি। মাথায় ফেজটুপি। বয়স বছর পঞ্চাশেক। মুখে চোস্ত ইংরেজি, আবার কোনও কিছুর ব্যাখ্যায় প্রয়োজনে মুম্বইয়া বুলি। ধর্মপ্রচারক জাকির নাইককে এত দিন এ ভাবেই টিভিতে ইসলামের গুণগান করতে দেখেছেন অনেকে।

জাকির নাইক। —ফাইল চিত্র।

জাকির নাইক। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৬ ০৪:০৮
Share: Save:

গালে কাঁচাপাকা দাড়ি। মাথায় ফেজটুপি। বয়স বছর পঞ্চাশেক। মুখে চোস্ত ইংরেজি, আবার কোনও কিছুর ব্যাখ্যায় প্রয়োজনে মুম্বইয়া বুলি। ধর্মপ্রচারক জাকির নাইককে এত দিন এ ভাবেই টিভিতে ইসলামের গুণগান করতে দেখেছেন অনেকে। বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে, তিনি নাকি ধর্মপ্রচারের নামে সন্ত্রাসের প্রচার চালান। কট্টরপন্থী বক্তব্যের জন্য ব্রিটেন বা কানাডায় তাঁর প্রবেশ নিষিদ্ধ হলেও ভারতে কিন্তু তিনি দিব্যি ছিলেন।

বাদ সাধল ঢাকার গুলশনে জঙ্গি হামলা। সে দেশের দাবি, হামলাকারী জঙ্গির মধ্যে দু’জন জাকির নাইকের ভাবধারায় অনুপ্রাণিত ছিল। এমনিতেই জাকিরের পিস চ্যানেল বাংলাদেশে ভীষণ জনপ্রিয়। এই তথ্য পেয়েই ঢাকা পিস চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নয়াদিল্লিকে অনুরোধ জানায়। ফলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জাকিরের বিভিন্ন ধর্মপ্রচার সংক্রান্ত ভিডিও খতিয়ে দেখতে শুরু করেছে। আবার ওই ইসলামি নেতার সঙ্গে একই মঞ্চে হাজির থাকায় বিজেপির গোলার মুখে পড়েছেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ।

গত কাল থেকেই বিভিন্ন টিভি চ্যানেল জাকিরের কয়েকটি বিতর্কিত ভিডিও ক্রমাগত সম্প্রচার করছে। তাদের দাবি, একটি ভিডিওয় জঙ্গি কার্যকলাপে উস্কানি দিয়েছেন তিনি। অন্য একটায় ওসামা বিন লাদেনকে সমর্থন করেছেন।

এ সব অভিযোগ উড়িয়ে দিয়ে জাকিরের পাল্টা দাবি, তিনি কোনওভাবেই জঙ্গি কার্যকলাপে উস্কানি দেননি। একটি ভিডিওয় কারসাজি করে তাঁর মুখে ওসামাকে সমর্থনের কথা বসানো হয়েছে। আর বাংলাদেশ প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘‘ওই দেশের ৯০ শতাংশ মানুষ আমায় চেনেন। তাঁদের মধ্যে ৫০ শতাংশ আমার ভক্ত। কিন্তু ভক্তেরা আমার সব কথা মেনে চলেন না।’’ তাঁর ব্যাখ্যা, হয়তো অনেকে তাঁর কথা শুনে ইসলামের প্রতি আকৃষ্ট হন। ফলে অন্য ইসলামি প্রচারকদের কথা শুনতে তাঁদের আগ্রহ বাড়ে। পরে অন্য প্রচারকের কথায় তাঁদের মনে কট্টরপন্থার প্রভাব পড়তে পারে।

জাকির যাই বলুন, এ যাত্রা তাঁকে সহজে রেহাই দিতে রাজি নয় স্বরাষ্ট্র মন্ত্রক। কারণ, নানা সূত্র থেকে জাকির ও পিস টিভি সম্পর্কে তথ্য হাতে এসেছে গোয়েন্দাদের। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, জাকিরের ওই চ্যানেল দুবাই থেকে সম্প্রচার করা হয়। ভারতের কিছু অংশে তা দেখা যায় কেব্‌ল টিভি নেটওয়ার্কের মাধ্যমে। চ্যানেলের নথিবদ্ধ সদর দফতর মুম্বইয়ে। তাই পিস টিভি নিয়ে আলাদা তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। রাজ্যগুলিকে পিস টিভির সম্প্রচার নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন নয়া তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেঙ্কাইয়া নায়ডু।

জাকির আপাতত সৌদি আরবে। ফিরলে তাঁকে জেরা করা হবে বলে গোয়েন্দা সূত্রে খবর। গুলশন কাণ্ড ছাড়াও তাঁর বক্তব্যে প্রভাবিত হয়ে জঙ্গি কার্যকলাপে জড়ানোর তথ্য পেয়েছে গোয়েন্দা সংস্থাগুলি।

সম্প্রতি হায়দরাবাদে আইএসের একটি মডিউলের সদস্যদের গ্রেফতার করে এনআইএ। গোয়েন্দাদের দাবি, ওই মডিউলের মাথা মহম্মদ ইব্রাহিম ইয়াজদানি স্বীকার করেছে, সে জাকিরের বক্তব্যেই প্রভাবিত হয়েছিল। গত বছর নিউ ইয়র্ক সাবওয়েতে আত্মঘাতী হামলা চালাতে গিয়ে ধরা পড়ে আফগান বংশোদ্ভূত মার্কিন নাজিমুল্লা জাজি। আবার গ্লাসগো বিমানবন্দরে হামলা চালায় বেঙ্গালুরুর বাসিন্দা কপিল আহমেদ। দু’জনেই জাকিরের ভক্ত বলে জানতে পেরেছেন গোয়েন্দারা।

জাকিরের বক্তব্য নিয়ে প্রশ্ন থাকায় অনেক আগেই পিস টিভির সম্প্রচার বন্ধ করেছে ব্রিটেন, কানাডার মতো দেশ। প্রশ্ন উঠেছে, তা হলে ভারত এত দিন এই ইসলামি নেতা সম্পর্কে সচেতন হয়নি কেন? স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারা মানছেন, সত্যিই ‘দেরি’ হয়েছে।

এক অনুষ্ঠানে জাকিরের সঙ্গে একই মঞ্চে হাজির থাকায় বিতর্কে জড়িয়েছেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ। বিজেপি নেতা শ্রীকান্ত শর্মার কথায়, ‘‘কংগ্রেস সব সময়েই জঙ্গিদের নিয়ে রাজনীতি করে।’’ দিগ্বিজয়ের পাল্টা দাবি, ‘‘যে অনুষ্ঠানের ভিডিও দেখানো হচ্ছে, তাতে সন্ত্রাসের বিরোধিতা করা হয়েছিল। আমি সব ধরনের সন্ত্রাসের বিরোধী। ঢাকা বা দিল্লির হাতে জাকিরের বিরুদ্ধে প্রমাণ থাকলে তারা পদক্ষেপ করুক।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Zakir Naik Islamic Preacher
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE