মেঘভাঙা বৃষ্টিতে তছনছ হয়ে গিয়েছে জম্মু-কাশ্মীরের কিস্তওয়ার জেলা। পরিজনদের দেহ ফিরে পেতে বৃহস্পতিবার থেকে অপেক্ষা করছেন বাসিন্দারা। শনিবার উত্তেজিত হয়ে পড়লেন তাঁদের একাংশ। জম্মুর বাসিন্দা এক ব্যক্তি দাবি করেন, উদ্ধারকার্যের এলাকা রাজনীতিকদের ছবি তোলার জায়গায় পরিণত হয়েছে। এর মধ্যেই সেখানে হাজির হন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। বলেন, ‘‘কী হয়েছে আমাকে বলুন।’’ উত্তেজিত ওই বাসিন্দা বলেন, ‘‘আমাদের দেহগুলি ফেরত দিন।’’
ওমর বলেন, ‘‘দুর্ঘটনার পর থেকে আমরা সেই চেষ্টাই করছি।’’ জবাবে ওই বাসিন্দা বলেন, ‘‘পুলিশ-সেনা কাজ করছে। কিন্তু প্রত্যেক বিধায়ক ১০ বার করে এক জন মন্ত্রীকে নিয়ে এসে জেসিবি মেশিন বন্ধ করে ছবি তোলাচ্ছেন।’’ ওমরকে বলেন, ‘‘২০টির মধ্যে মাত্র ২টি জেসিবি মেশিন কাজ করছে। আপনি বা কোনও বিধায়কের ক্ষতি হলে আরও দ্রুতকাজ হত।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)