বিভিন্ন জঙ্গি সংগঠনের সমর্থক ও সহযোগীদের খুঁজে বার করতে ব্যাপক অভিযান শুরু করেছে জম্মু-কাশ্মীর পুলিশ। নিরাপত্তা বাহিনীর বিভিন্ন শাখা এই কাজে তাদের সহযোগিতা করছে। আজ এই অভিযানে ১৫০ জনেরও বেশি সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
পুলিশের এক জন উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, শ্রীনগর থেকে সবচেয়ে বেশি সংখ্যায় আটক করা হয়েছে। এছাড়াও, উপত্যকার বিভিন্ন জেলায় তল্লাশি অভিযান চলেছে। তিনি জানিয়েছেন, জইশ-ই-মহম্মদ বা এই ধরনের অন্য জঙ্গি সংগঠনগুলিকে বিভিন্ন ভাবে সহযোগিতা করে থাকে যারা, তাদেরকেই খুঁজে বার করার চেষ্টা হচ্ছে। জঙ্গি সংগঠনগুলির সদস্যরা অস্ত্র কিংবা বিস্ফোরক ব্যবহার করে হামলা চালায়। কিন্তু তাদের লুকিয়ে থাকার সুযোগ করে দেয় বিভিন্ন ব্যক্তি। পাশাপাশি, জঙ্গিদের সহযোগিতা করতে গিয়ে দেশের নিরাপত্তা বিঘ্নিত হয়— এমন তথ্য সরবরাহ করে থাকে কেউ কেউ। আবার কোনও কোনও ব্যক্তি জঙ্গি সংগঠনগুলিকে আর্থিক সহযোগিতাও করে থাকে। জঙ্গি ভাবধারা নিয়ে প্রচারও চালায় অনেকে। অর্থাৎ, সরাসরি অস্ত্রনিয়ে না নামলেও জঙ্গিদের জাল বিছিয়ে দিতে সহযোগিতা করে থাকে সমাজের একাংশের মানুষ। এখন জঙ্গিদের এই ধরনের সহযোগীদের খুঁজে বার করার চেষ্টা করছে জম্মু-কাশ্মীর পুলিশ। এ ব্যাপারে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছে বলে পুলিশের ওই আধিকারিক জানিয়েছেন। আটকের সংখ্যা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেই মনে করছেন তিনি।
গত কালই জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিন্হা উপত্যকায় জঙ্গি-জাল শেষ করতে সরকারের দৃঢ় মনোভাবের কথা জানিয়েছিলেন। আর্থিক ও কিংবা অন্য ভাবে জঙ্গি কার্যকলাপে সাহায্য করে থাকা যারা, তাদের কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।
উপরাজ্যপাল বলেছিলেন, জঙ্গি সংগঠনের সহযোগীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তার পরেই উপত্যকায় অভিযান চালিয়ে নিরাপত্তাবাহিনী এই ধরনের ব্যক্তিদের চিহ্নিত করে আটক করতে শুরু করেছে। নিরাপত্তা বাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করেই জঙ্গিদের সহযোগীদের আটক করা হচ্ছে।
এ দিকে, দিল্লিতে পুরনো সংসদ ভবনে জঙ্গি হামলার ২৪তম বর্ষপূর্তিতে আজ নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা। পুরনো সংসদ ভবনের বাইরে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)