Advertisement
E-Paper

নতুন রাজনৈতিক দল নিয়ে আসছেন প্রশান্ত কিশোর, সূচনা গান্ধীজয়ন্তীতে, স্থির হয়ে গিয়েছে নামও

২০২৫ সালে বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে আত্মপ্রকাশ করতে চলেছে প্রশান্ত কিশোরের রাজনৈতিক দল। আগামী ২ অক্টোবর হবে আনুষ্ঠানিক ঘোষণা।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৪ ২২:২৬
Jan Suraaj Abhiyan of Prashant Kishor likely to evolve as political party on 2 Octorber dgtl

প্রশান্ত কিশোর। —ফাইল চিত্র।

প্রশান্ত কিশোরের ‘জন সুরজ অভিযান’ এ বার রাজনৈতিক দল হিসাবে উন্নীত হতে চলেছে। আগামী ২ অক্টোবর (গান্ধী জয়ন্তীতে) আনুষ্ঠানিক ভাবে রাজনৈতিক দল হিসাবে ঘোষণা করা হবে ‘জন সুরজ অভিযান’-কে। নাম দেওয়া হবে ‘জন সুরজ’ দল। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছেন প্রশান্ত। রবিবার পটনায় বাপু সভাঘরে এক বৈঠকে বসেছিলেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন ‘জন সুরজ অভিযান’-এর জেলা স্তরের পদাধিকারীরা। আগামী বছরেই বিহারে বিধানসভা ভোট রয়েছে। তার আগে প্রশান্তের ‘জন সুরজ অভিযানকে’ রাজনৈতিক দলে উন্নীত করার সিদ্ধান্ত ঘিরে চর্চা শুরু হয়েছে বিহারের রাজনীতিতে।

২ অক্টোবর রাজনৈতিক দলের আনুষ্ঠানিক ঘোষণার আগে আগামী কয়েক সপ্তাহে একগুচ্ছ কর্মসূচি রয়েছে প্রশান্তর। ‘জন সুরজ অভিযান’-এর পদাধিকারীদের নিয়ে রাজ্য স্তরের আটটি বৈঠক করার কথা রয়েছে তাঁর। সূত্রের খবর, নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া চূড়ান্ত করা, নেতৃত্বের পরিকাঠামো তৈরি করা, দলের গঠনতন্ত্রের খসড়া তৈরি করা-সহ একাধিক বিষয়ে আলোচনা হবে ওই বৈঠকগুলিতে।

উল্লেখ্য, বিহারের তৃণমূল স্তরের মানুষ জনের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মতো ইস্যুগুলিকে তুলে ধরতেই শুরু হয়েছিল ‘জন সুরজ অভিযান’। কর্মসূচির প্রথম সারির মুখ ছিলেন প্রশান্ত। এ বার সেই উদ্যোগকে আরও এক ধাপ এগিয়ে রাজনৈতিক দল হিসাবে উন্নীত করতে চাইছেন প্রশান্ত। আগামী বছর বিহারের বিধানসভা ভোটে নীতীশ কুমারের জেডিইউ-এর বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বইতে পারে বলে চর্চা শুরু হয়েছে। আবার আরজেডির ভোট ব্যাঙ্কও মুসলিম ও যাদব ভোটব্যাঙ্ক ছাপিয়ে কতটা বাড়তে পারবে, তা নিয়েও চর্চা রয়েছে। এ সবের মধ্যে বিহারের ভোটে নতুন দলকে সামনে রেখে জনমানসে ছাপ ফেলার চেষ্টায় রয়েছেন প্রশান্ত।

Prashant Kishor Bihar Politics
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy