মাসে ২৫০ টাকা করে পেট্রলে ভর্তুকি দেবে সরকার। তবে শর্ত রয়েছে। এই ভর্তুকি পেতে হলে অবশ্যই ওই ব্যক্তির রেশনকার্ড থাকতে হবে। ঝাড়খণ্ডবাসীদের জন্য নয়া উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন। একই সঙ্গে জানালেন ভর্তুকির সেই টাকা সরাসরি পৌঁছে যাবে রেশনকার্ডধারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
মুখ্যমন্ত্রী বলেন, “পেট্রল এবং ডিজেলের দাম আকাশছোঁয়া। গরির এবং মধ্যবিত্ত পরিবারগুলিতে এর যথেষ্ট প্রভাব পড়ছে। এক জন গরিব মানুষের মোটরসাইকেল থাকা সত্ত্বেও জ্বালানি তেলের অত্যধিক দামের কারণে চালাতে পারছেন না। সেই মোটরসাইকেল ব্যবহার করে কাজে যেতে পারছেন না।” তিনি আরও বলেন, “তাই সিদ্ধান্ত নিয়েছি রেশনকার্ডধারী বাইকচালকদের লিটারপিছু ২৫ টাকা করে ভর্তুকি দেওয়া হবে। আর সেই টাকা সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে।”
पेट्रोल-डीजल के मूल्य में लगातार इजाफा हो रहा है, इससे गरीब और मध्यम वर्ग के लोग सबसे अधिक प्रभावित हैं। इसलिए सरकार ने राज्य स्तर से दुपहिया वाहन के लिए पेट्रोल पर प्रति लीटर ₹25 की राहत देगी, इसका लाभ 26 जनवरी 2022 से मिलना शुरू होगा:- श्री @HemantSorenJMM pic.twitter.com/MsinoGS60Y
— Office of Chief Minister, Jharkhand (@JharkhandCMO) December 29, 2021
ঝাড়খণ্ডে লিটারপিছু পেট্রলের দাম ৯৮.৫২ টাকা। পেট্রলের আকাশছোঁয়া দাম থেকে রাজ্যবাসীকে রেহাই দিতে উদ্যোগী হল ঝাড়খণ্ড সরকার। মুখ্যমন্ত্রী হেমন্ত জানিয়েছেন, ২০২২-এর ২৬ জানুয়ারি থেকেই এই নিয়ম কার্যকরী হবে।
সরকারি সূত্রে খবর, এই নিয়ম কার্যকরী হলে রাজ্যের ৬২ লক্ষ মানুষ উপকৃত হবেন।