Advertisement
২৪ এপ্রিল ২০২৪

ফের যাবো বিক্ষোভে: সাজিলা

তিরুঅনন্তপুরমের বাড়ি থেকে কথাগুলো বলছিলেন যে তরুণী, তাঁর জলভরা চোখে ভিডিয়ো ক্যামেরা ধরা ছবি চেনে গোটা দেশ।

সুজিষ্ণু মাহাতো
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৯ ০৫:১৩
Share: Save:

‘‘কলেজে দর্শন নিয়ে পড়েছিলাম। সমাজের জন্য কিছু করব, এটা ছিল আমার নিজের জীবনদর্শন। সে জন্যই সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছেছি। ভয় আমি পাইনি, পাবও না।’’ তিরুঅনন্তপুরমের বাড়ি থেকে কথাগুলো বলছিলেন যে তরুণী, তাঁর জলভরা চোখে ভিডিয়ো ক্যামেরা ধরা ছবি চেনে গোটা দেশ।

সাজিলা আলি ফতিমা। গত বৃহস্পতিবার শবরীমালা নিয়ে তিরুঅনন্তপুরমে বিজেপির বিক্ষোভ কর্মসূচিতে গিয়ে আক্রান্ত হন তিনি। সাজিলার অভিযোগ, পিছন থেকে তাঁকে লাথি মারে বিজেপির কর্মীরা, ছিটকে পড়েন তিনি। খুনের হুমকিও দেওয়া হয়। তবে মার, হুমকিতে ভয় পাননি তিনি। বলছেন, ‘‘চিকিৎসক পাঁচ দিনের বিশ্রামের কথা বললেও আজ, বুধবার থেকেই কাজ করব।’’

আক্রান্ত হওয়ার দিনেও দাঁতে দাঁত চেপে কাজ করে গিয়েছিলেন সাজিলা। তাঁর কথায়, ‘‘দেশে অসংখ্য সাংবাদিক এর চেয়েও বিপজ্জনক অবস্থায় কাজ করছেন। আমাকে দেখে যদি বোঝা যায় দেশের বিভিন্ন জায়গায় সাংবাদিকদের অবস্থাটা ঠিক কী, তাতেই খানিক উপকার হবে।’’

বাবা নেই। মা আর তিন বোনের সঙ্গে তিরুঅনন্তপুরমেই থাকেন সাজিলা। সাজিলাই সবার বড়। এ বার কাজে ফিরতে চান তিনি। বললেন, ‘‘আজ যদি অফিসে গিয়ে শুনি বিজেপির বিক্ষোভে যেতে হবে, সবার আগে যাব। ক্যামেরা তো আছে। ওটাই তো আমার অস্ত্র!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Conflicts Sabarimala Temple Sajila
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE