Advertisement
E-Paper

বাফার জ়োন পেরিয়ে গ্রামে ঢুকে হামলা! তরুণকে জখম করে বাড়ির খাটিয়ায় আশ্রয় নিল বান্ধবগড়ের বাঘ, ভিডিয়ো প্রকাশ্যে

সোমবার সকাল ১০টা নাগাদ মধ্যপ্রদেশের বান্ধবগড় বাঘ সংরক্ষণ প্রকল্পের সীমানার গ্রামে বাঘটিকে ঘোরাফেরা করতে দেখেন গ্রামবাসীরা। দুপুরের মধ্যে গ্রামে ঢুকে পড়ে এটি। এক গ্রামবাসীকে আক্রমণও করে পশুটি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ১৩:২০
tiger entered a village located in the periphery of the Bandhavgarh

ছবি: সংগৃহীত।

বান্ধবগড়ে বাঘের হানা! মধ্যপ্রদেশের বান্ধবগড় বাঘ সংরক্ষণ প্রকল্পের সীমানার একটি গ্রামে ঢুকে তাণ্ডব চালাল একটি পূর্ণবয়স্ক বাঘ। সোমবার পানপথ বাফার জ়োন থেকে সীমানা ধরে গ্রামে ঢুকতে দেখা যায় প্রাণীটিকে। এক গ্রামবাসীকে আক্রমণও করে বসে। তার পর সেটি একটি বাড়িতে ঢুকে বিছানায় থানা গেড়ে বসে। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে গ্রামের মধ্যে ঢুকে বাড়ির উঠোনে ঘুরে বেড়াচ্ছে বাঘটি। বাড়িতে বাঁধা গবাদি পশুর সামনে দিয়ে হেঁটে যেতে দেখা গিয়েছে বাঘটিকে। গ্রামবাসীরা জানিয়েছেন, সোমবার সকাল ১০টা নাগাদ গ্রামের সীমানায় বন্যপশুটিকে ঘোরাফেরা করতে দেখেন তাঁরা। দুপুরের মধ্যে গ্রামে ঢুকে পড়ে এটি। গ্রামবাসীরা জানিয়েছেন, ওই এলাকায় প্রায়শই বন্যপ্রাণী দেখা যায়। গ্রামের বাসিন্দারা সাধারণত লাঠি দিয়ে তাদের তাড়িয়ে দেন। এই বাঘটিকে ঘিরে ধরে জঙ্গলে ফিরিয়ে আনার চেষ্টা করতে পাল্টা আক্রমণ করে বসে। গোপাল কোল নামের এক তরুণের উপর ঝাঁপিয়ে পড়ে আহত করে। গোপালকে আক্রমণ করার পর, বাঘটি দুর্গাপ্রসাদ দ্বিবেদী নামের এক বাসিন্দার বাড়িতে ঢুকে একটি খাটের উপর বসে পড়ে।

এই ঘটনায় গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন। অনেক বাসিন্দা ভয়ে তাঁদের বাড়ির ছাদে উঠে পড়তে বাধ্য হন। আহত যুবক গোপালের পায়ে গুরুতর আঘাত লেগেছে। তাঁকে কাটনি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সূত্রের খবর। খবর পেয়ে পানপথা বাফার জ়োন থেকে বনকর্মীদের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়। বাঘটিকে শান্ত করতে আট ঘণ্টা সময় লেগেছিল। পরে সন্ধ্যায় বাঘটিকে উদ্ধার করা হয়। বাঘ ঘুরে বেড়ানোর ভিডিয়োটি ‘অজয়দুবে৯’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে।

animal video Bandhavgarh Fort Madhyapradesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy