ছ’মাস পর বুধবার জেল থেকে ছাড়া পেলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সি এস কারনান। এই ছ’মাস তিনি কলকাতার প্রেসিডেন্সি জেলে ছিলেন। আদালত অবমাননার দায়ে তাঁকে ছ’মাস কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।
বিতর্কিত কার্যকলাপের কারণে অনেক বারই শিরোনামে এসেছেন বিচারপতি কারনান। দেশের প্রধান বিচারপতি-সহ সুপ্রিম কোর্টের মোট আট বিচারপতিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়ার কথা ঘোষণা করেন বিচারপতি কারনান। এর পরই শীর্ষ আদালতকে অবমাননার দায়ে গত ৯ মে প্রাক্তন বিচারপতি সি এস কারনানকে ছ’মাসের কারাদণ্ড হয়। কোনও কর্মরত বিচারপতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বা কারাদণ্ডের নির্দেশ দেশে সেই প্রথম।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বে সাত সদস্যের বেঞ্চ সেই সাজা ঘোষণা করেছিল। কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পর থেকেই ফেরার ছিলেন বিচারপতি কারনান। ফেরার অবস্থাতেই গত ১২ জুন অবসর নেন তিনি।