Advertisement
E-Paper

‘আমি কুকুর, জনগণ আমার প্রভু’, কমল নাথকে পাল্টা খোঁচা জ্যোতিরাদিত্যর

কমল নাথের বিরুদ্ধে তাঁকে ‘কুকুর’ বলার অভিযোগ তুললেন বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২০ ১৩:২৭
কমল নাথ এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ফাইল চিত্র।

কমল নাথ এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ফাইল চিত্র।

মধ্যপ্রদেশের বিজেপি প্রার্থী ইমরতী দেবীকে ‘আইটেম’ বলায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। রোষে পড়তে হয়েছে নির্বাচন কমিশনের। একাধিক বার নির্বাচন বিধি ভাঙার অভিযোগে কেড়ে নেওয়া হয়েছে তাঁর তারকা প্রচারকের তকমাও। এ বারও সেই কমল নাথের বিরুদ্ধে ‘কুকুর’ বলার অভিযোগ উঠল। আর সেই অভিযোগ তুললেন বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

জ্যোতিরাদিত্যের অভিযোগ, কমল নাথ অশোকনগরে এসে তাঁকে ‘কুকুর’ বলেছেন। এর পরই কমল নাথকে পাল্টা খোঁচা দিয়ে জ্যোতিরাদিত্যর মন্তব্য, “কমল নাথজি, আপনি ঠিকই বলেছেন। হ্যাঁ, আমি কুকুর। আমার প্রভু জনগণ। আর প্রভুকে রক্ষা করাই কুকুরের কাজ।”

কখনও আইটেম, কখনও চুন্নু-মুন্নু, রাবণ, আবার কখনও শকুনি— মধ্যপ্রদেশের উপনির্বাচনকে ঘিরে বিজেপি-কংগ্রেসের মধ্যে এমন নানা বিরূপ মন্তব্যের বাণ ছোড়াছুড়ি চলছে গত কয়েক দিন ধরে। এ বার সেই তালিকার নবতম সংযোজন ‘কুকুর’।

যদিও কমল নাথের বিরুদ্ধে ওঠা অভিযোগকে সরাসরি খারিজ করেছে কংগ্রেস। সংবাদ সংস্থা পিটিআই-এর কাছে কংগ্রেস মুখপাত্র নরেন্দ্র সালুজা-র দাবি, জ্যোতিরাদিত্য সম্পর্কে এমন কোনও শব্দই ব্যবহার করেননি কমল নাথ।

আরও পড়ুন: মানবদেহে তৃতীয় দফায় কোভ্যাক্সিন টিকা পরীক্ষার প্রস্তুতি এমস-এ

কংগ্রেস যখন এই অভিযোগকে খারিজ করার চেষ্টা করছে, ঠিক তখনই দলেরই এক নেতা আচার্য প্রমোদ কৃষ্ণমের একটি ভিডিয়ো সামনে আসে। সেখানে তাঁকে বলতে শোনা যায়, কমল নাথ যখন এক মাফিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছিলেন, তখন একজন ওই মাফিয়াকে প্রভুভক্ত কুকুরের মতো আগলাচ্ছিলেন। যদিও প্রমোদ এ ক্ষেত্রে সিন্ধিয়ার নাম করেননি।

আগামী ৩ নভেম্বর রাজ্যের ২৮টি আসনে উপনির্বাচন। যত সময় এগিয়ে আসছে, রাজনৈতিক নেতাদের পরস্পরের প্রতি বিরূপ মন্তব্যের তালিকাও ক্রমে দীর্ঘ হচ্ছে।

Madhya Pradesh Bypoll Jyotiraditya Scindia Kamal Nath
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy