Advertisement
E-Paper

টানা আড়াই বছরেরও বেশি কাজ করে বিশ্বরেকর্ড দেশের পরমাণু চুল্লির

কর্নাটকের পরমাণু বিদ্যুৎ উত্পাদন কেন্দ্রের কাইগা নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টরটি কাজ করল একনাগাড়ে ৯৪১ দিন। মানে, ৩১ মাস বা আড়াই বছরের একটু বেশি। যা একটি বিশ্ব রেকর্ড।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮ ১৯:৪২
কর্নাটকের পরমাণু চুল্লি কাইগার। ছবি এনপিসিআইএল-এর সৌজন্যে।

কর্নাটকের পরমাণু চুল্লি কাইগার। ছবি এনপিসিআইএল-এর সৌজন্যে।

এক টানা দীর্ঘ দিন ধরে পরমাণু বিদ্যুৎ উত্পাদনের ক্ষেত্রে নতুন রেকর্ড গড়ল ভারত। কর্নাটকের পরমাণু বিদ্যুৎ উত্পাদন কেন্দ্রের কাইগা নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টরটি কাজ করল একনাগাড়ে ৯৪১ দিন। মানে, ৩১ মাস বা আড়াই বছরের একটু বেশি। যা একটি বিশ্ব রেকর্ড। ২০১৬ সালের ১৩ মে থেকে কাজ শুরু করে রিঅ্যাক্টরটি। এক বারের জন্যও না থেমে এখনও কাজ করে চলেছে সেটি।

এর আগে এই রেকর্ডটি ছিল ব্রিটেনের একটি বিদ্যুৎ উত্পাদন কেন্দ্রের। ‘হেইশাম-২’ নামে ওই ব্রিটিশ পরমাণু বিদ্যুৎ উত্পাদন কেন্দ্রের এক টানা ৯৪০ দিন কাজ করার রেকর্ড ছিল। ২০১৮ সালের ১০ ডিসেম্বর সেই রেকর্ড ভেঙে দিয়েছে কর্নাটকের কাইগার ওই রিঅ্যাক্টরটি।

ভারতের পরমাণু শক্তি মন্ত্রকের এক কর্তা বলেছেন, ‘‘কাইগা জেনেরেটিং স্টেশনের এক নম্বর ইউনিটটি ২০১৮-র ১০ ডিসেম্বর সকাল ৯টা বেজে ২০ মিনিটে নতুন বিশ্বরেকর্ড অর্জন করেছে। ওই স্টেশনটি একটানা ৯৪১ দিন কাজ করে চলেছে।’’ তিনি জানিয়েছেন, ২০১৬ থেকে কাজ করে এই রিঅ্যাক্টরটি ১ হাজার ৫০০ কোটি টাকা আয় করেছে।

আরও পড়ুন: ‘মন্দিরে ঢুকবই’, শবরীমালায় যাচ্ছেন ৩০ জনেরও বেশি মহিলা

দেশের নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনের তরফে জানানো হয়েছে, কাইগোর রিঅ্যাক্টরটি সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি। এর বিন্যাস, পরিচালনা, মেরামতি সমস্ত কিছুই ভারতীয় প্রযুক্তিতে করা হয়। তাই ভারতীয় নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টরের এই সাফল্য শক্তিক্ষেত্রে ভারতকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।

আরও পড়ুন: টাকা ফেরতের থেকে আমাকে ধরতেই বেশি উৎসাহ ভারতের: বিজয় মাল্য

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরাবাংলা খবরপেতে পড়ুন আমাদেরদেশবিভাগ।)

Kaiga Reactor World Records 941 Days
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy