এক সপ্তাহ ধরে একাই রাজা তিনি।
কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। রাজ্যে কুমারস্বামীর সরকার পড়ে যাওয়ার পরে গত সপ্তাহে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন। কিন্তু এক সপ্তাহ ধরে রাজ্যপাট চালাচ্ছেন একাই। তাঁর সঙ্গে আর কোনও মন্ত্রী শপথ নেননি। ইয়েদুরাপ্পা একাই মন্ত্রিসভার বৈঠক করছেন, একাই সব সিদ্ধান্ত নিচ্ছেন। রাজ্যের যাবতীয় মন্ত্রকও তাঁর হাতে।
দিল্লিতে বিজেপির এক শীর্ষ নেতা অবশ্য দাবি করছেন, ‘‘অপেক্ষা করুন আর কয়েকটি দিন। সামনের বুধবারই অমিত শাহের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে ইয়েদুরাপ্পার। তার আগে মন্ত্রীদের তালিকাও তৈরি করে ফেলতে হবে তাঁকে। সামনের শুক্রবার মন্ত্রিসভার সম্প্রসারণ হওয়ার সম্ভাবনা।’’