Advertisement
২৫ এপ্রিল ২০২৪
National News

কাঠুয়া-উন্নাও: কেউ রেহাই পাবে না, আশ্বাস মোদীর

ওই দু’টি গণধর্ষণের ঘটনা নিয়ে সারা দেশ যখন তোলপাড়, তখন প্রধানমন্ত্রী কেন এখনও মুখ খুলছেন না, তা নিয়ে এ দিন সকালেই প্রশ্ন তোলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। বলেন, ‘‘এটা কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না।’’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। -ফাইল চিত্র।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। -ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৮ ২০:৫৮
Share: Save:

কাঠুয়া ও উন্নাওয়ে গণধর্ষণের ঘটনা নিয়ে দেশজোড়া চাপের মুখে শেষমেশ মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, কোনও অপরাধীই রেহাই পাবে না।

শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী মোদী দিল্লিতে বলেন, ‘‘যে ঘটনাগুলি (কাঠুয়া ও উন্নাওয়ে গণধর্ষণে) নিয়ে গত দু’দিন ধরে শোরগোল হচ্ছে, সেগুলি কোনও সভ্য সমাজে হতে পারে না। একটা দেশ, একটা সভ্য সমাজব্যবস্থার পক্ষে তা অত্যন্ত লজ্জার। আমি গোটা দেশের মানুষকে এ ব্যাপারে আশ্বস্ত করতে চাই যে, কোনও অপরাধীই রেহাই পাবে না। বিচারে কোনও ব্যাঘাত ঘটবে না। আমাদের কন্যারা বিচার পাবেনই।’’

ওই দু’টি গণধর্ষণের ঘটনা নিয়ে সারা দেশ যখন তোলপাড়, তখন প্রধানমন্ত্রী কেন এখনও মুখ খুলছেন না, তা নিয়ে এ দিন সকালেই প্রশ্ন তোলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। বলেন, ‘‘এটা কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না।’’

আরও পড়ুন- আজ অনশনে বসছেন মোদী, ‘ছোলে-বাটোরে’ আটকাতে মরিয়া দল​

আরও পড়ুন- কাঠুয়া-কাণ্ডে উদ্বেগ, তদন্তে নজর রাখবে সুপ্রিম কোর্ট​

তাঁর টুইটে রাহুল এ দিন দু’টি প্রশ্ন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তার জবাব চান। রাহুল জানতে চান, ‘‘মহিলা ও শিশুদের উপর উত্তরোত্তর বেড়ে চলা নির্যাতনের ঘটনা নিয়ে আপনার (প্রধানমন্ত্রী) কী মতামত? অভিযুক্ত ধর্ষক ও খুনিদের কেন আড়াল করে চলেছে রাজ্য সরকার?’’

ওই ঘটনাগুলির প্রতিবাদে গতকাল মাঝরাতে দিল্লির ইন্ডিয়া গেটে মোমবাতি মিছিল করে কংগ্রেস। যার নেতৃত্বে ছিলেন রাহুল, প্রিয়ঙ্কা গাঁধী, রবার্ট ভডরা ও প্রিয়ঙ্কার কন্যাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE