Advertisement
E-Paper

খোঁজ মিলল কেজরীর চুরি যাওয়া গাড়ির

২০১৪-য় দিল্লি পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ, অবস্থানে ওই গাড়িতেই ক্যাম্প বানিয়েছিলেন কেজরী। গাড়িতেই চলত খাওয়া, গাড়িতেই শোওয়া। রাতের ঘুম।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৭ ১৩:০২
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের সেই চুরি যাওয়া গাড়ি।- ফাইল চিত্র।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের সেই চুরি যাওয়া গাড়ি।- ফাইল চিত্র।

চুরি যাওয়ার দু’দিনের মাথায় খোঁজ মিলল দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরীবালের চুরি যাওয়া গাড়িটির। গাজিয়াবাদে পরিত্যক্ত অবস্থায় নীল রংয়ের ওয়াগন আর গাড়িটি পাওয়া গিয়েছে। দু’দিন আগে গাড়িটি দিল্লির সচিবালয়ের বাইরে থেকে চুরি যায়।

শনিবার উত্তরপ্রদেশের এক শীর্ষ পুলিশ কর্তা জানান, গাড়িটির খোঁজ পাওয়ার পরই দিল্লি পুলিশকে তা জানানো হয়। পরে দিল্লি পুলিশের একটি দল গাড়িটির ইঞ্জিন ও চ্যাসিস নম্বর যাচাই করে দেখে নিশ্চিত হয়। যদিও, গাড়ি চুরির ঘটনায় কাউকে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে এ বিষয় তদন্ত চলছে বলে দিল্লি পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন: আখলাক খুনে অভিযুক্তদের চাকরির আশ্বাস বিজেপি বিধায়কের, সঙ্গে ক্ষতিপূরণও

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের দিন-রাতের বাহন গাড়িটি গত বৃহস্পতিবার রাখা ছিল সচিবালয়ের সামনে। সেখান থেকেই গাড়িটি চুরি হয়েছিল। আম আদমি পার্টি (আপ)-র বিদেশে থাকা এক সমর্থক গাড়িটি উপহার দিয়েছিলেন কেজরীবালকে। ওই গাড়ি নিয়ে বার বার বহু দূরে গিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। গিয়েছেন সরকারি কর্মসূচিতে, দলীয় প্রচারে, এমনকী বিক্ষোভ, সমাবেশেও। পথে কেজরীর সর্বক্ষণের সঙ্গী ওই গাড়িটির নামই হয়ে গিয়েছিল ‘আপ মোবাইল’।

আরও পড়ুন: আম আদমির মতোই চুরি হয়ে গেল কেজরীর গাড়ি

২০১৪-য় দিল্লি পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ, অবস্থানে ওই গাড়িতেই ক্যাম্প বানিয়েছিলেন কেজরী। গাড়িতেই চলত খাওয়া, গাড়িতেই শোওয়া। রাতের ঘুম।

ভিআইপি সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবেই গাড়িটিকে ব্যবহার করতেন কেজরীবাল। এই গাড়ি নিয়েই তাঁর প্রথম নির্বাচনী প্রচারে যত্রতত্র ঘুরতেন কেজরী। ২০১৩-তে মুখ্যমন্ত্রী হওয়ার পর সরকারি গাড়ি ব্যবহার করতে অস্বীকার করেছিলেন। এই গাড়িতেই চড়বেন বলে জানিয়ে দিয়েছিলেন কেজরীবাল।

Arvind Kejriwal Delhi Wagon R ওয়াগন আর অরবিন্দ কেজরীবাল
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy