Advertisement
২৬ এপ্রিল ২০২৪
kerala

Models Killed: রাত কাটানোর প্রস্তাব, মোছা হয় ফুটেজ, কেরলে দুই মডেলের মৃত্যুর পিছনে কি মাদক-চক্র

অভিযুক্ত কি মডেলদের পূর্ব পরিচিত। কেন-ই বা এতদিন পরে অভিযোগ দায়ের করা হল।

নিজস্ব সংবাদদাতা
কেরল শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২১ ১৩:৩৪
Share: Save:
০১ ১০
প্রায় এক মাস আগে গাড়ি দুর্ঘটনায় কেরলে মৃত্যু হয় দুই মডেলের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩১ অক্টোবর দুই মডেল যখন হোটেল থেকে বাড়ি ফিরছিলেন তখন এক মাদকাসক্ত তাদের গাড়ি তাড়া করে। পালাতে গিয়ে দুর্ঘটনায় পড়ে মডেলদের গাড়িটি। ঘটনাস্থলেই মারা যান দুই মডেল। ঘটনাটি মাস খানেক আগের হলেও পুলিশে অভিযোগ দায়ের হয়েছে সম্প্রতি।

প্রায় এক মাস আগে গাড়ি দুর্ঘটনায় কেরলে মৃত্যু হয় দুই মডেলের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩১ অক্টোবর দুই মডেল যখন হোটেল থেকে বাড়ি ফিরছিলেন তখন এক মাদকাসক্ত তাদের গাড়ি তাড়া করে। পালাতে গিয়ে দুর্ঘটনায় পড়ে মডেলদের গাড়িটি। ঘটনাস্থলেই মারা যান দুই মডেল। ঘটনাটি মাস খানেক আগের হলেও পুলিশে অভিযোগ দায়ের হয়েছে সম্প্রতি।

০২ ১০
তাঁদের মৃত্যুকে ঘিরে একাধিক প্রশ্ন উঠে আসছে। কেন হঠাৎ মডেলদের গাড়ি তাড়া করলেন অভিযুক্ত? পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তের নাম সিজু। তিনি কি মডেলদের পূর্ব পরিচিত? কেন-ই বা এত দিন পরে অভিযোগ দায়ের করা হল?

তাঁদের মৃত্যুকে ঘিরে একাধিক প্রশ্ন উঠে আসছে। কেন হঠাৎ মডেলদের গাড়ি তাড়া করলেন অভিযুক্ত? পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তের নাম সিজু। তিনি কি মডেলদের পূর্ব পরিচিত? কেন-ই বা এত দিন পরে অভিযোগ দায়ের করা হল?

০৩ ১০
দুই মডেলের এক জনের নাম, আনসি কবীর। বয়স ২৫। যিনি সদ্য মিস সাউথ ইন্ডিয়া হয়েছিলেন। অন্য জনের নাম অঞ্জনা সাজন। বয়স ২৬। যিনি প্রাক্তন মিস কেরালা। জানা গিয়েছে হোটেলে মডেলদের সঙ্গে অভিযুক্তও ছিলেন। প্রশ্ন উঠছে, ওই হোটেলে কী করছিলেন মডেলরা। তাদের সঙ্গে অভিযুক্ত সিজু কী করছিলেন।

দুই মডেলের এক জনের নাম, আনসি কবীর। বয়স ২৫। যিনি সদ্য মিস সাউথ ইন্ডিয়া হয়েছিলেন। অন্য জনের নাম অঞ্জনা সাজন। বয়স ২৬। যিনি প্রাক্তন মিস কেরালা। জানা গিয়েছে হোটেলে মডেলদের সঙ্গে অভিযুক্তও ছিলেন। প্রশ্ন উঠছে, ওই হোটেলে কী করছিলেন মডেলরা। তাদের সঙ্গে অভিযুক্ত সিজু কী করছিলেন।

০৪ ১০
দুর্ঘটনার সময় গাড়ির সামনের সিটে বসে ছিলেন ওই মডেলদের এক বন্ধুও। ছ’দিন পর হাসপাতালে মৃত্যু হয় তাঁরও। গাড়ির চালকও মডেলদের বন্ধু ছিলেন। তিনি বেঁচে গিয়েছেন। পুলিশ জানিয়েছে ওই ব্যক্তিও নেশাগ্রস্থ ছিলেন।

দুর্ঘটনার সময় গাড়ির সামনের সিটে বসে ছিলেন ওই মডেলদের এক বন্ধুও। ছ’দিন পর হাসপাতালে মৃত্যু হয় তাঁরও। গাড়ির চালকও মডেলদের বন্ধু ছিলেন। তিনি বেঁচে গিয়েছেন। পুলিশ জানিয়েছে ওই ব্যক্তিও নেশাগ্রস্থ ছিলেন।

০৫ ১০
পুলিশ জানিয়েছেন, ঘটনার দিন ওই হোটেলে একটি পার্টি চলছিল। সেই পার্টিতে উপস্থিত ছিলেন দুই মডেল এবং অভিযুক্ত সিজু। দুর্ঘটনার খবর পাওয়ার পরই হোটেল মালিক পার্টির সিসিটিভি ফুটেজ মুছে দেন বলেও অভিযোগ। কেন তিনি এই কাজ করলেন? তবে কি হোটেলে মাদক পার্টি চলছিল? সেই প্রশ্নের উত্তরও খুঁজছে পুলিশ।

পুলিশ জানিয়েছেন, ঘটনার দিন ওই হোটেলে একটি পার্টি চলছিল। সেই পার্টিতে উপস্থিত ছিলেন দুই মডেল এবং অভিযুক্ত সিজু। দুর্ঘটনার খবর পাওয়ার পরই হোটেল মালিক পার্টির সিসিটিভি ফুটেজ মুছে দেন বলেও অভিযোগ। কেন তিনি এই কাজ করলেন? তবে কি হোটেলে মাদক পার্টি চলছিল? সেই প্রশ্নের উত্তরও খুঁজছে পুলিশ।

০৬ ১০
সিজুকে পুলিশ গ্রেফতার করেছে। জেরার মুখে সিজু মেনে নেন, পার্টি চলাকালীন মডেলের কুপ্রস্তাব দেন তিনি। এমনকি হোটেলের ঘর ভাড়া করে রাত কাটানোরও প্রস্তাব দেন। কিন্তু, অঞ্জনারা তাঁর প্রস্তাবে রাজি হননি।

সিজুকে পুলিশ গ্রেফতার করেছে। জেরার মুখে সিজু মেনে নেন, পার্টি চলাকালীন মডেলের কুপ্রস্তাব দেন তিনি। এমনকি হোটেলের ঘর ভাড়া করে রাত কাটানোরও প্রস্তাব দেন। কিন্তু, অঞ্জনারা তাঁর প্রস্তাবে রাজি হননি।

০৭ ১০
অনসি ও অঞ্জনা হোটেল থেকে বেরিয়ে বন্ধুদের সঙ্গে গাড়িতে উঠতেই সিজু গাড়ি নিয়ে তাঁদের ধাওয়া করেন। বিযয়টি বুঝতে পেরে অঞ্জনাদের গাড়ির চালক গাড়ির গতি বাড়িয়ে দেন। এর পরই দুর্ঘটনার পড়ে গাড়িটি।

অনসি ও অঞ্জনা হোটেল থেকে বেরিয়ে বন্ধুদের সঙ্গে গাড়িতে উঠতেই সিজু গাড়ি নিয়ে তাঁদের ধাওয়া করেন। বিযয়টি বুঝতে পেরে অঞ্জনাদের গাড়ির চালক গাড়ির গতি বাড়িয়ে দেন। এর পরই দুর্ঘটনার পড়ে গাড়িটি।

০৮ ১০
এই দুর্ঘটনার কারণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অঞ্জনার ভাই অর্জুনও। তিনি বলেন, ‘‘আমি আমার বোনকে হারিয়েছি। ঘটনার দিনের সমস্ত তথ্য-প্রমাণ নষ্ট করে দেওয়া হয়েছে। কেন করা হল? অনেক প্রশ্নের উত্তর মিলছে না।’’

এই দুর্ঘটনার কারণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অঞ্জনার ভাই অর্জুনও। তিনি বলেন, ‘‘আমি আমার বোনকে হারিয়েছি। ঘটনার দিনের সমস্ত তথ্য-প্রমাণ নষ্ট করে দেওয়া হয়েছে। কেন করা হল? অনেক প্রশ্নের উত্তর মিলছে না।’’

০৯ ১০
তার আরও প্রশ্ন, ‘‘পুলিশ জানিয়েছে দুর্ঘটনার ফলে বোনের মৃত্যু হয়েছে। কিন্তু হোটেল মালিক সিসিটিভি ফুটেজ মুছে দিলেন কেন? তাঁর বিরুদ্ধেও পুলিশের কড়া ব্যবস্থা নেওয়া উচিত।’’

তার আরও প্রশ্ন, ‘‘পুলিশ জানিয়েছে দুর্ঘটনার ফলে বোনের মৃত্যু হয়েছে। কিন্তু হোটেল মালিক সিসিটিভি ফুটেজ মুছে দিলেন কেন? তাঁর বিরুদ্ধেও পুলিশের কড়া ব্যবস্থা নেওয়া উচিত।’’

১০ ১০
মডেলদের পরিবার এই ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছে।

মডেলদের পরিবার এই ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE