তিব্বত প্রসঙ্গ হোক বা দলাই লামার উত্তরসূরি বিতর্ক-চিন ভারতকে সংযত থাকার কথা ফের মনে করিয়ে দিয়েছিল। তার পরেই চিনকে পাল্টা বার্তা দিতে দলাই লামার ৯০তম জন্মদিন উদ্যাপন অনুষ্ঠানে যোগ দিলেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, সাংসদ তাপির গাও এবং কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। ধর্মশালার প্রধান তিব্বতি মন্দির সুগলাগখাং-এ চতুর্দশ দলাই লামার জন্মদিন উদ্যাপনে তিব্বতি সম্প্রদায় ও দেশ-বিদেশের বৌদ্ধরা হাজির হন। আগামী কাল হবে জন্মদিনের উৎসব।
বুধবার এক বিবৃতিতে দলাই লামা বলে দেন, ‘‘ভবিষ্যতের দলাই লামাকে স্বীকৃতি দেওয়ার দায়িত্ব কেবলমাত্র গাদেন ফোড্রাং ট্রাস্টের। অতীত ঐতিহ্য অনুসারে অনুসন্ধান এবং স্বীকৃতির প্রক্রিয়াগুলি পরিচালনা করা উচিত। পুনর্জন্মকে স্বীকৃতি দেওয়ার একমাত্র কর্তৃত্ব গাদেন ফোদ্রাং ট্রাস্টের। এই বিষয়ে হস্তক্ষেপ করার কোনও অধিকার অন্য কারও নেই।’’
কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এর পরে বলেন, “দলাই লামার উত্তরসূরি নির্বাচনের দায়িত্ব কেবল আধ্যাত্মিক নেতার নিজের সিদ্ধান্তের উপরেই ন্যস্ত থাকা উচিত। তা নিয়ে অন্যের হস্তক্ষেপ অপ্রয়োজনীয়। দলাই লামার অনুসারীরা সকলেই চান নিজের উত্তরসূরি দলাই লামা নিজেই বেছে নিন।’’ চিন শুক্রবার রিজিজুর এই মন্তব্যের প্রতিবাদ করে বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির উপরে নেতিবাচক প্রভাব এড়াতে তিব্বত-সম্পর্কিত বিষয়গুলিতে ভারতের সতর্কতার সঙ্গে কাজ করা উচিত।
আজ ধর্মশালায় হাজির হন রিজিজু ও কেন্দ্রীয় মন্ত্রী রাজীবরঞ্জন সিংহ। রিজিজু বলেন, “জন্মদিনের অনুষ্ঠানটি একটি ধর্মীয় অনুষ্ঠান। রাজনীতির সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।”
পেমা খান্ডু ধর্মশালায় হাজির হয়ে দলাই লামার আশীর্বাদ নিয়ে বলেন, “ধর্মশালায় এই বিশেষ দিন উপলক্ষে সর্বস্তরের মানুষ দালাই লামার দীর্ঘায়ু কামনায় একত্রিত হয়েছে। আশা করি তিনি জ্ঞান ও শান্তির অটল বার্তা দিয়ে মানবতাকে পথ দেখানো এবং অনুপ্রাণিত করা চালিয়ে যাবেন।’’
তাপির গাও বলেন, “১৩০ বছরেরও বেশি সময় ধরে বেঁচে থাকার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন দলাই লামা। তাঁর দীর্ঘায়ু কামনার এই সমাবেশ আধ্যাত্মিক ঐক্য এবং সম্মিলিত আশার এক শক্তিশালী বার্তা বহন করে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)