Advertisement
২৭ এপ্রিল ২০২৪

বেঙ্গালুরুতে খুন কলকাতার বাঙালি মডেল, কাল হল ক্যাবচালককে বিশ্বাস করেই

ঘটনাস্থল থেকে নিহতের ঘড়ি ও জুতো ছাড়া কিছু না-মেলায় তরুণীর পরিচয় নিয়ে ধন্দে পড়ে পুলিশ। ওই জিনিসপত্রের সূত্র ধরেই দিল্লি ও কলকাতা যায় পুলিশের দু’টি দল।

পূজা সিংহ দে

পূজা সিংহ দে

সংবাদ সংস্থা
বেঙ্গালুরু শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৯ ০২:৪৬
Share: Save:

বেঙ্গালুরু বিমানবন্দরের কাছে একটি গ্রাম থেকে ৩১ জুলাই উদ্ধার হয়েছিল কলকাতার তরুণী পূজা সিংহ দে (৩২)-র দেহ। সেই হত্যাকাণ্ডে গ্রেফতার হল এইচ এম নাগেশ নামে স্থানীয় এক ক্যাবচালক। পুলিশ জানিয়েছে, গাড়ির ইএমআই-এর টাকা মেটাতেই পূজাকে নিজের ট্যাক্সিতে তুলে লুটপাটের পরিকল্পনা করেছিল নাগেশ। টাকা দিতে না-চাওয়ায় তাঁকে খুন করে সে।

ঘটনাস্থল থেকে নিহতের ঘড়ি ও জুতো ছাড়া কিছু না-মেলায় তরুণীর পরিচয় নিয়ে ধন্দে পড়ে পুলিশ। ওই জিনিসপত্রের সূত্র ধরেই দিল্লি ও কলকাতা যায় পুলিশের দু’টি দল। কলকাতায় এক তরুণীর নিখোঁজ হওয়ার অভিযোগও হাতে আসে। চিহ্নিত করা যায় পূজাকে। তাঁর কল লিস্ট ও ই-মেল খতিয়ে দেখে ২১ অগস্ট নাগেশকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে সে দোষ স্বীকার করে।

৩০ জুলাই হোটেলে ফেরার জন্য ক্যাব বুক করেছিলেন মডেল তথা ইভেন্ট ম্যানেজার পূজা। নাগেশকে তিনি বলে রাখেন, পরের দিন ভোরে বিমানবন্দরে পৌঁছে দিতে। কিন্তু নাগেশ পূজাকে নিয়ে যায় ফাঁকা এলাকায়। টাকা ও অন্যান্য দামী জিনিস দাবি করে সে। পূজা চিৎকার করায় মাথায় রডের বাড়ি মেরে অজ্ঞান করে দেয় তাঁকে। জ্ঞান ফিরতেই পূজা পালাতে যান। তখন তাঁকে কুপিয়ে খুন করে নাগেশ। পুলিশের অনুরোধ— ব্যক্তিগত ভাবে নয়, সবাই যেন সরাসরি অ্যাপ থেকেই ক্যাব বুক করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cab Driver Puja Singh Dey
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE