Advertisement
E-Paper

‘মোদীর চপ্পলরাজ’! গানে খোঁচা দিয়ে তামিলনাড়ুতে গ্রেফতার শিল্পী

গানে তিনি বলেছেন, ‘‘রামের পাদুকাকে সামনে রেখে ভরতের রাজ্য শাসনের কথা রামায়নে উল্লেখ রয়েছে। একই ঘটনার সাক্ষী তামিলনাড়ুও। মুখ্যমন্ত্রী পলানীস্বামী এবং উপমুখ্যমন্ত্রী পনিরসেলভমকে দিয়ে তামিলনাড়ুতে চপ্পলরাজ চালাচ্ছেন মোদী।’’

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৮ ১২:০৮
কোভান। ফাইল চিত্র।

কোভান। ফাইল চিত্র।

গান গেয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করেছিলেন। বলেছিলেন, ‘‘তামিলনা়ডুতে মোদীর চপ্পলরাজ চলছে।’’ শুধুমাত্র এই কারণেই তামিলনাড়ু পুলিশের হাতে গ্রেফতার হয়ে গেলেন জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী কোভান। অভিযোগ, শুক্রবার নীলগিরি জেলায় আরাভেনু গ্রামে কোভানেরবাড়িতে হানা দিয়ে, দরজা ভেঙে তাঁকে তুলে নিয়ে যায় পুলিশ।

কিছুক্ষণের মধ্যেই জামিনে ছাড়া পেয়ে গেলেও, কোভানের গ্রেফতারি কিন্তু মতামত প্রকাশের স্বাধীনতাকে ফের দাঁড় করিয়ে দিল প্রশ্নের মুখে। কোভানের বিরুদ্ধে দিন কয়েক আগেই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ত্রিচির বিজেপি যুব শাখার সম্পাদক এন গৌতম। তাঁর দাবি, ২৪ মার্চ জনসমক্ষে গান গেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমান করেছিলেন কোভান। কী ছিল সেই গানে?

বিশ্ব হিন্দু পরিষদের ঘনিষ্ঠ বলে পরিচিত একটি সংগঠনের আয়োজিত ‘রাম রাজ্য রথ যাত্রা’-কে বিঁধে গান লেখেন এই লোকসঙ্গীত শিল্পী। তাঁর প্রশ্ন ছিল, কেন তামিলনাড়ুতে ওই রথ যাত্রার অনুমতি দেওয়া হল?

গানে তিনি বলেছেন, ‘‘রামের পাদুকাকে সামনে রেখে ভরতের রাজ্য শাসনের কথা রামায়নে উল্লেখ রয়েছে। একই ঘটনার সাক্ষী তামিলনাড়ুও। মুখ্যমন্ত্রী পলানীস্বামী এবং উপমুখ্যমন্ত্রী পনিরসেলভমকে দিয়ে তামিলনাড়ুতে চপ্পলরাজ চালাচ্ছেন মোদী।’’ অনেকেই বলছেন, গানের মধ্যে দিয়ে তামিলনাড়ুর এআইএডিএমকে সরকারের সঙ্গে বিজেপির গোপন আঁতাঁতের কথা যেভাবে ফুটে উঠেছে, তাতে নাকি দুই দলই ক্ষিপ্ত।

আরও পড়ুন: ‘বিশ্বাসই করতে পারছি না এমনটা হতে পারে! অপরাধীরা শাস্তি পাবেই’

আরও পড়ুন: কাঠুয়া-উন্নাও: কেউ রেহাই পাবে না, আশ্বাস মোদীর

বছর ছাপ্পান্ন’র কোভানের আসল নাম শিবদাস। গানকে প্রতিবাদের অস্ত্র হিসেবে ব্যবহার করে ২০১৫ সালে তিনি তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার বিরুদ্ধে সরব হয়েছিলেন। সেবার কোভানের বক্তব্য ছিল, ‘‘দেদার মদের দোকানের লাইসেন্স দিয়ে তামিলনাড়ুর মানুষকে সন্তুষ্ট করতে চাইছেন জয়ললিতা।’’ এর জন্য তাঁর বিরুদ্ধে যে মানহানির মামলা দায়ের করা হয়েছিল, তা এখনও চলছে। জয়ললিতাকে নিয়ে লেখা গানটি যেমন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল, এবারও তার ব্যতিক্রম হয়নি। কোভানের বিরদ্ধে মানহানি, শান্তি বিঘ্নিত করার চেষ্টা-সহ আরও বেশ কয়েকটি অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। জামিন পেলেও আগামী ১৫ দিন সিটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তাঁকে নিয়মিত হাজিরা দিতে হবে বলে জানানো হয়েছে।

Kovan Narendra Modi Tamil Nadu Aravenu কোভান
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy