নয় বছরের বালিকাকে যৌন হেনস্থার মামলায় এক যুবককে ৪৩ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল কর্নাটকের মাইসুরুর বিশেষ পকসো আদালত।
সংবাদ সংস্থা সূত্রে খবর, এক কন্নড় অভিনেতার ফার্মহাউসে কর্মরত ছিলেন নাজিব নামে ৩৩ বছরের বিহারের এক যুবক। ফার্মহাউসে ঘোড়াগুলির দেখভাল করতেন তিনি। ২০২১ সালে এক বালিকাকে যৌন হেনস্থা করেন বলে ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ ওঠে।
আরও পড়ুন:
হেনস্থার ঘটনা বাবা-মাকে জানায় ওই বালিকা। তার পরই এই ঘটনা প্রকাশ্যে আসে। থানায় অভিযোগ দায়ের করেন বালিকার বাবা-মা। সেই অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছিল ওই যুবককে।
আরও পড়ুন:
সম্প্রতি পকসো আইনের আওতায় ওই যুবককে দোষী সাব্যস্ত করে আদালত। সেই সঙ্গে ৪৩ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে ৫০ হাজার টাকার জরিমানা দিতে নির্দেশ দেওয়া হয়েছে যুবককে। বৃহস্পতিবার এই ঘটনা প্রকাশ্যে এসেছে।